পত্রিকা প্রতিনিধি:
পত্রিকা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে একদিনেই রেল শহরে মৃত্যু হল চারজনের,আতঙ্ক গোটা শহর জুড়ে ।মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাত্রে মৃত্যু হয় এক মহিলার পরে অ্যান্টিজেন টেস্টে জানা যায় তার করোণা রিপোর্ট পজিটিভ ছিলে । ওই মহিলা খড়্গপুরের পাঁচবেড়িয়া বাসিন্দা বলে জানা গেছে । এর মধ্যেই খড়গপুর শহরের রেল হাসপাতালের একদিনে তিন জনের মৃত্যুতে আতঙ্ক ছড়ালে রেল হাসপাতাল চত্বরে ।
খড়গপুর হিজলি রেলওয়ে স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বুধবার ভোরবেলায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোর চারটায় তাকে হাসপাতালে নিয়ে আসর সময়ে হাসপাতালে ঢোকার মুখেই মৃত্যু হয় স্টেশন মাস্টারের । শ্বাসকষ্টজনিত অসুবিধা থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকেরা কিন্তু হাসপাতালে প্রবেশের আগেই তার মৃত্যু হয় । এরপরে অ্যান্টিজেন টেস্টে ধরা পড়ে 57 বছর বয়সী ওই স্টেশনমাস্টার করোনায় আক্রান্ত ছিলেন। বাড়ি হিজলি স্টেশন এলাকার একটি রেল কোয়ার্টারে । বাড়ির প্রত্যেককেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।
এর পাশাপাশি খড়গপুরে রেলের দুই প্রাক্তন রেলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এদের প্রত্যেকেরই অ্যান্টিজেন টেস্টে করোণা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে । গত ২৪ ঘন্টায় জেলাতে রেকর্ডসংখ্যক মৃত্যুতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।