পত্রিকা প্রতিনিধি : রাজ্যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে। আক্রান্তের নিরিখে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ এই রাজ্যে।সোমবার সবং থানা এলাকায় নতুন করে আক্রান্ত, এক সিভিকভলেন্টিয়ার সহ সাতজন। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে আক্রান্ত সাতজনই সবং ৮নং অঞ্চলের। সূত্রে জানা গেছে এই সাতজনের মধ্যে রয়েছে সাঁওতা এলাকার বাসিন্দা ৩২বছরের সিভিক ভলেন্টিয়ার, যদিও জ্বর-শ্বাসকষ্ট কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানা গেছে। অন্যদিকে পরশুরামপুর এলাকায় এক পুরোহিতের স্ত্রীকে(৫০)। শ্বাসকষ্ট উপসর্গ দেখা দেওয়ায় সবং হসপিটালে ভর্তি করা হয়।নমুনা পাঠানো হলে সোমবার রিপোর্টার করোনা পজেটিভ আসে। ভাঙ্গাবাড়ি এলাকায় এক ৩৫বছরের যুবকের গতকয়েকদিন ধরে জ্বরে ভুগছিলো। সবং হসপিটালে ভর্তি করার পর। নমুনা সংগ্রহ করা হলে। রিপোর্ট পজেটিভ আসে।পাশাপাশি ৭জনের মধ্য বাকি ৪জন বলরামপুরের বাসিন্দার বলেও জানা। তাঁদের মধ্যে ২৪ বছরের এক যুবক যাকে প্রাইয় হসপিটাল চত্ত্বরে থাকতে দেখায় গিয়েছে। বাকি তিন জনের মধ্যে রয়েছে দুই যুবতী ও একজন পুরুষ। সবমিলিয়ে সবংয়ের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২। গতকয়েকদিনে যেভাবে প্রতিদিন এই রোগে আক্রান্ত হচ্ছে তাতে উদ্বিগ্ন সবংবাসী।