পত্রিকা প্রতিনিধি : করোনা নিয়ে ভয় ছিল গোড়া থেকেই। তা সত্যি করে পরিযায়ীদের ঘরে ফেরার সূত্রে জেলায়-জেলায় করোনা আক্রান্তের গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। পরিযায়ীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছেন, তেমনই তাঁদের সংস্পর্শে ছড়াচ্ছে সংক্রমণ। পরিযায়ীদের ভিড় সামলে কোয়রান্টিনের ব্যবস্থা করা, তাঁদের সকলের করোনা পরীক্ষার আয়োজন করতে হিমশিম খাচ্ছে জেলাগুলি।
এমতাবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল পঞ্চায়েতের সাতসতমাল গ্ৰামে ১জন অপরদিকে ভগবানপুর ১ নং ব্লকে ৪জন পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজেটিভ আসে রবিবার।সূত্রের খবর,এই ৫ জন পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন যাবত মুম্বাইতে কাজ করতেন।এরপর হঠাৎ করে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করে নোভেল করোনা ভাইরাস।আর সেই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে হঠাৎই লকডাউন শুরু হয়ে যায়।এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে তারা তাদের নিজেদের বাড়ি ফিরে আসে।এরপর পটাশপুর ও ভগবানপুর এর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ৮ জুন তাদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়।
তারপর রবিবার স্বাস্থ্য দফতর জানায়,এই ৫ পরিযায়ী শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ। রিপোর্ট আসার পর ওই করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিককে পাঁশকুড়া কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পাশাপাশি তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর বলে জানা যাচ্ছে।