Home » কমছে সংক্রমণ, মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ১৮ জন, জেলায় ১২০

কমছে সংক্রমণ, মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ১৮ জন, জেলায় ১২০

by Biplabi Sabyasachi
2 comments

পত্রিকা প্রতিনিধি: জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট (আর.টি.পি.সি.আর এবং অ্যান্টিজেন) অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১২০ জন। এর মধ্যে মেদিনীপুর শহরে রয়েছেন ১৮ জন। যা পূর্বের সংক্রমণের তুলনায় অনেকাংশেই কম। Midnapore Corona, Midnapore Corona, Latest Bengali news, Midnapore News, bengal news
শহরের মির্জাবাজারে এক বৃদ্ধের (৯০) করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।আবাসে একই পরিবারের ৩ জন (প্রৌঢ়-৫৫, যুবক-২৮,যুবতী-২৬) সহ ওই এলাকায় এক যুবক (১৬) সংক্রমিত হয়েছেন বলে জানা যায়।মেদিনীপির সদর ব্লকের মুন্সিপাটনা এলাকায় একই পরিবারের ৩ জন (মহিলা-৪৫,যুবক-২৩, যুবক-২০) কোভিড আক্রান্ত হয়েছেন। কোতোয়ালীর অধীনে বরিশালকলোনীতে এক যুবক (২৭) করোনায় আক্রান্ত হন। শহর ও শহরতলিতে মোট ১০ জন করোনায় আক্রান্তের খবর মেলে স্বাস্থ্য দফতর সূত্রে।

আরো পড়ুন- করোনা বিস্ফোরণ খড়্গপুরে, ফের একদিনেই আক্রান্ত ৬৩ জন

অপরদিকে বেলদায় ৭ জনের শরীরে করোনার সংক্রমণ ঘটে। বেলদার মহম্মদপুরে (যুবক-১৭, বৃদ্ধ-৭৩, বৃদ্ধা-৬৫) একই পরিবারের ৩ জন, দেউলির ১ জন সহ বেলদার বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণের হদিশ মেলে। কেশিয়াড়ীর ছোটোপারুয়া এক মাঝ বয়স্ক ব্যক্তি (৪৩) করোনায় আক্রান্ত হয়েছেন।দাঁতনের শালিকোঠায় এক বছর ২৪ এর যুবক সংক্রমিত হন। ক্ষীরপাই পুরসভার ৫ নং ওয়ার্ডের এক যুবক (২১) সহ , কাশকুলি, জাড়া,তাতারপুর ও ধরমপুর এলাকায় মোট ৪ জন আক্রান্ত হন। ডেবরার দলপতিপুর এলাকায় এক বৃদ্ধ (৬২) করোনায় সংক্রমিত হন। দাঁতনের কাটাপালে এক ব্যক্তি (৪৮) করোনায় আক্রান্ত হন।ঘাটাল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় ১জন , গোপমহল সহ খড়ারে মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। দাসপুরের দুবরাজপুর ও মহব্বতপুরে ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সবংয়ের বিষ্ণুপুর বাজার সংলগ্ন কালিদহছড়া এলাকায় এক মহিলার (৩০) শরীরে করোনার সংক্রমণ ঘটে। এছাড়াও শালবনীতে ৩ জন,মোহনপুরে ২জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

2 comments

Comments are closed.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.