Yesterday’s news
আরও পড়ুন ঃ–দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা , একদিনেই আক্রান্ত ৮৫২ , সুস্থ ৪০২ জন
পত্রিকা প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল প্রায় ৬ – ৭ বিঘা খড়ি জমি । বুধবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বধিয়া গ্ৰাম-পঞ্চায়েতের বাখারপুর গ্ৰামে । তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা প্রায় ১২ টা নাগাদ আগুন লাগে ওই খড়ি জমি গুলিতে। আর সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক খড়ি জমিগুলি লেগে যায়। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলবাহিনী না পৌঁছায় গ্রামবাসীরা ক্ষুব্ধ উঠে। তবে কয়েকহাজার গ্রামবাসীর তৎপরতায় আগুন আয়ত্তে আসে। তবে খড়িবাড়িগুলোকে বাঁচানো যায়নি। তাছাড়া সম্পুর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে খড়িবাড়ি। যদিও ঠিক কী কারনে এই আগুন লেগেছে সেই বিষয়ে কিছুই জানায়নি দমকল কতৃপক্ষ। এই ঘটনার জেরে মাথায় হাত পড়েছে খড়ি চাষীদের।
ক্ষতিগ্রস্ত খড়ি চাষি সুশান্ত মাইতির বলেন,”এদিন হঠাৎ কীভাবে খড়িবাড়িতে আগুন লাগলো তা বুঝতেই পারছি না।বাড়ির অদুরে শোঁ শোঁ আওয়াজ শুনতে পেয়েই আমরা ছুটে যাই।গিয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে খড়িবাড়ি। আগুনে বিঘা ৬-৭ বিঘা খড়িবাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে।” অপরদিকে স্থানীয় বাসিন্দা আশীষ মাইতি বলেন,”বছর দুএক আগে ঠিক এই জায়গায় আগুন লেগেছিল।
তবে কয়েক বিঘা খড়িবাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল।তবে এদিন আগুন লাগলো কীভাবে? তা বুঝতে পারছিনা।খবর দেওয়া সত্বেও দমকল না আসায় আমরা গ্রামবাসীরা পাম্প চালিয়ে এবং পুকুর থেকে বালতি-বালতি জল ঢেলে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আগুন আয়ত্তে আনা হয়।”এ বিষয়ে রামনগর-১ ব্লকের বিডিও অনুপম বাগ বলেন,”স্থানীয় কোন বাসিন্দা তার নিজের জমিতে পড়ে থাকা খড় এবং আগাছায় আগুন লাগায়।আর সেই আগুন ছড়িয়ে পড়ে খড়িবাড়িতে লেগে যায়।প্রায় পাঁচ-ছয় বিঘা খড়িবাড়ি ভস্মীভূত হয়েছে।” এবিষয়ে তিনি আরও বলেন,”আমি স্থানীয় পঞ্চায়েতকে বলেছি লক্ষ্য রাখতে।তবে এই বিষয়ে কোন লিখিত কেউ অভিযোগ জানালে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Yesterday’s news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore