পত্রিকা প্রতিনিধি : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত মাইশোরার ফকিরবাজার এলাকায় একটি ষাঁড়ের উপদ্রবে বেশ কয়েকদিন ধরে অতিষ্ঠ গোটা গ্রাম, দুষ্ট ষাঁড়ের গুতোয় আহত একাধিক মানুষ। একদিকে শিবের বাহন ষাঁড় তাই ভেবেই একপ্রকার ক্ষমা করে দিয়েছিল এলাকাবাসি, কিন্তু অতিরিক্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত করে তুললে, এলাকাবাসি দুষ্ট ষাঁড়ের বিরুদ্ধে পঞ্চায়েতে নালিশ ঠুকতে বাধ্য হলেন । প্রশাসনের তরফে ষাঁড়টিকে অনত্র্য সরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ষাঁড়টি ছোটো থেকেই এলাকায় শান্ত ছিল কিন্তু ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে শয়তানী বুদ্ধিও প্রয়োগ করতে থাকে ষাঁড় বাবাজি। কোথাও কারো বাড়ির দেওয়াল ভেঙে দিচ্ছে, কোথাও কারো চাষের জমি লন্ডভন্ড করছে, আবার কোনো মানুষ দেখলেই ফুঁপিয়ে তেড়ে যাচ্ছে, আর তাতেই বিপাকে পড়েছে এলাকার মানুষজন। শেষমেষ ষাঁড়ের বিরুদ্ধে পঞ্চায়েতে পড়ল অভিযোগের নোটিশ। এখনও পর্যন্ত ষাঁড়ের তান্ডবলীলার আতঙ্কে রয়েছে ফকিরবাজার এলাকার মানুষজন।তবে প্রধানের তৎপরতায় আজ রাস্তাটির পূনর্নিমান করা হয়েছে।
0