Home » সরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনায় চাঞ্চল্য

সরকারি হাসপাতালে শিশু মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনায় চাঞ্চল্য

by Biplabi Sabyasachi
0 comments

Baby death

আরও পড়ুন ঃবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে গেল স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা

শুভম সিংঃ ফের সরকারি হাসপাতালে (Government Hospital) শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার এগরা মহকুমা হাসপাতালে (Egra Sub-Divisional Hospital) ।জানা গিয়েছে,এগরা পুরসভার (Egra Municipality)৮ নং ওয়ার্ডের বাসিন্দা সোহানা বিবি (Sohana Bibi)বেশকয়েদিন ধরে প্রসব যন্ত্রণা নিয়ে ভুগছিলেন। এরপর পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে শনিবার এগরা মহকুমা হাসপাতালে ভর্তি হন।এরপর তাকে জুরুরি চিকিৎসা পরিবেষা প্রদানের পর তিনি রবিবার দুপুরে একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন বলে জানা যায়। আর ঘটনার পর ওই মহিলার আত্মীয় পরিজনেরা ঘটনাটি জানতে পেরে হাসপাতালে এসে বিক্ষোভ দেখতে থাকেন। তবে এই পরিস্থিতি ধীরে ধীরে হাসপাতালে রণক্ষেত্রের আকার ধারন করে। তবে এই ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ (Egra Police) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব চিত্র

তবে এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিবারের সদস্যরা। অভিযোগ, ‘শনিবার দুপুরে ওই মহিলাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পক্ষ থেকে ওই মহিলার সন্তান প্রসবে দেরি রয়েছে বলে জানানো হয়। তবে এরপর রবিবার ওই মহিলা মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু বলে দাবি তাদের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি৷ অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে৷ যদিও এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Baby death

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.