0
পত্রিকা প্রতিনিধি: ভরদুপুরে পুকুর পাড় থেকে যন্ত্রাংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপাইয়ের ভুঁইয়া পুকুর এলাকায়। এলাকাবাসীরা যন্ত্রাংশটি উদ্ধার করে তুলে দেয় বিডিও অভিষেক মিশ্রর হাতে। প্রাথমিক অনুমান, যন্ত্রাংশটি আবহাওয়া দপ্তরের “রেডিও সেন্ডিং বেলুন” আবহাওয়া পরিমাপক যন্ত্রের অংশবিশেষ। বিডিও জানিয়েছেন, নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই যন্ত্রাংশটি পাঠানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরে।