পত্রিকা প্রতিনিধি : ভাঙাচোরা যাতায়াতের অযোগ্য কাঠের সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা হুশ নেই প্রশাসনের। ঠিক বর্ষা শুরুর আগেই এমনই বেহাল ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের শিলাবতী নদীর উপর ইকবালপুর গ্রামের মুচিঘাটের কাঠের সাঁকোটির।স্থানীয় বাসিন্দারা জানান এই সাঁকো দিয়েই প্রায় ১০-১২ টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের এক মাত্র পথ। চার বছর ধরে সাঁকো মেরামত না হওয়ার ফলে সাঁকোর পাটাতন খসে পড়ে নড়বড়ে হয়ে গিয়েছে,সাঁকোর দুইপাশের কাঠের রেলিং খসে পড়েছে, মাঝেমধ্যেই এই সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। বারবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিও কাজের কাজ কিছু হয়নি।এলাকাবাসী গৌর ঘোষ প্রসেনজিৎ দাস বলেন,আমরা চাই বর্ষা শুরুর আগেই দ্রুত প্রশাসনিকভাবে এই কাঠের সাঁকোটি মেরামত করা হোক। যদি এই বিষয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ভিডিও অভিষেক মিশ্র বলেন” দ্রুত সাঁকোটি কিভাবে মেরামত করা যায় গুরুত্ব সহকারে দেখা হবে।
চন্দ্রকোনার মুচিঘাটে ঝুঁকি নিয়েই ভাঙাচোরা কাঠের সাঁকো দিয়ে চলছে যাতায়াত
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -