পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই আইকোর কাণ্ডে এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা সবংয়ের ঘাসফুলের প্রার্থী মানস ভুঁইয়াকে নোটিশ পাঠালো সিবিআই। উল্লেখ্য ,কয়েকদিন আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। আর সেখানে দেখা গেছে সবং এর তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে। তিনি আইকোরের সমর্থনে ওই অনুষ্ঠানে একাধিক বক্তব্য রেখেছেন। এছাড়াও মানস ভুঁইয়ার নাম জানিয়েছেন একাধিক ব্যক্তিত্ব। আর সে কারনেই তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে তদন্তকারী দল সিবিআই।
তবে মানস’কে জিজ্ঞাসাবাদ করে আইকোর কান্ডে তদন্তে প্রয়োজনীয় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলিয়ে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে , ওই ভিডিওতে আরও একাধিক প্রভাবশালী নেতা কে ইতিমধ্যে ওই অনুষ্ঠানে দেখা দিয়েছে। তবে তাদের ও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে।
সিবিআই সূত্রে দাবি, মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার তদন্তে নতুন মোড় খুঁজতে পারে গোয়েন্দারা। সেই ভিত্তিতে আরও বেশ কিছু প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব সিবিআই-এর সল্টলেকের সিজিও দফতরে হাজিরা দিতে হবে মানস ভুঁইয়াকে। যদিও এখনও পযর্ন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মানস ভূঞ্যা’র।