Bombing
আরও পড়ুন ঃ–মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন থেকে পালাল ৪ জন আবাসিক
পত্রিকা প্রতিনিধিঃ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগে গ্রেফতার হল রাজু আলি ও শেখ হাসিবুল নামের আরও দুজন যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পটাশপুর থানার সাতশতমাল এলাকায়। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষনা মতো গত ২৭ মার্চ পটাশপুর সহ ৬টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন হয়। আর সে কারনেই তার আগে থেকে পটাশপুরে সাতশতমাল এলাকায় রুটমার্চ করছিল কেন্দ্রীয়বাহিনী জওয়ানরা ৷
ঠিক তখনই তাঁদের উপর লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী৷ আর ওই সময় বোমার আঘাতে গুরুতর জখম হন এক জওয়ান ও পটাশপুর থানার ওসিও। তবে ওই ঘটনার সময় উপস্থিত জওয়ানরা সঙ্গে সঙ্গে আহতদেরকে উদ্ধার করে এগরা সুপার হাসপাতালে নিয়ে যায়। আর এই ঘটনার এরপরই পুলিশ একটি মামলা রুজু করে৷ সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে৷ এরপর অভিযান চালিয়ে আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এরপর গতকাল রাতে ফের অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুজনকে গ্রেফতার করে৷
শনিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। এবিষয়ে পটাশপুর থানার এক পুলিশ আধিকারিক জানা, কেন্দ্রীয়বাহিনী জওয়ানদের লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল৷ তারপর ফের অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছে বলে জানা গিয়েছে৷ খুব তাড়াতাড়ি তাদেরও গ্রেফতার করা হবে৷
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore