পত্রিকা প্রতিনিধি: সবং থানার রায়চক এ এক তরুণীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। সবং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবণী দাস আজ সকাল থেকেই নিখোঁজ ছিল। দুপুরের পর বাড়ির পিছনের দিকের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় মানুষজন। মারধর করে তাকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়, তার ফলে তার মৃত্যু হয়েছে বলে মনে করছে স্থানীয় মানুষজন। ঘটনাক্রমে জানা যাচ্ছে সম্প্রতি শ্রাবনীর বিয়ের জন্য পাত্র দেখা চলছিল। শ্রাবণী একটি ছেলে কে ভালোবাসতো, ছেলের বাড়ির লোকজন মেয়ের বাড়িতে দেখতে আসার পরেই নাকচ করে দেয় বিয়ের কথা। কিন্তু ওই মেয়েটির ধরেছিল ছেলেকে বিয়ে করবে সে। তার ফলে মেয়েটির বাড়িতে গত দুদিন ধরেই তার বাবা তাকে বকা ঝকা করছিল বলে স্থানীয়দের বক্তব্য। মৃত্যুর সঠিক কারণ কী তা জানতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠায় । স্থানীয়দের দাবি মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখা হোক ।
0
previous post