Kharagpur election result
আরও পড়ুন ঃ–নন্দীগ্রামে জয়ী মমতা , পরাজিত হলেন প্রাক্তন সৈনিক শুভেন্দু
পত্রিকা প্রতিনিধিঃ বাংলার রায় কার্যত স্পষ্ট, ‘বাংলা নিজের মেয়েই চায়’। সকাল থেকে বিকেল ৫ টা পযর্ন্ত ২৯২-টার মধ্যে ২১২ টা আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তবে মোদী-শাহ ম্যাজিক কার্যত ফিকে, সব হিসাব উল্টে তিন সংখ্যা ছুঁতে ব্যর্থ বিজেপি। ফলে পিছিয়ে রয়েছেন দলের একাধিক তারকা প্রার্থী। তবে তার মাঝে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখরক্ষা করলেন খড়গপুরে তারকা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়৷ প্রসঙ্গত, অর্ধেকাংশে অবাঙালি মানুষের বসবাস খড়গপুরে৷ দক্ষিণ পূর্ব রেলওয়ের জংশনের পাশাপাশি খড়গপুরে আছে রেলওয়ে ওয়ার্কশপও৷ নানা ভাষাভাষির মানুষের বসবাসের সূত্রে রাজ্যের মানচিত্রে খড়গপুর ‘মিনি ইন্ডিয়া’ নামেই পরিচিত৷
১৯৬৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্রের টানা বিধায়ক ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা জ্ঞান সিংহ সোহন পাল ওরফে চাচা৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে অবশ্য তাঁকে পরাজিত করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ যদিও পরে মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হওয়ার পর দিলীপবাবু সংশ্লিষ্ট আসনে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ উপ নির্বাচনে অবশ্য নিজেদের দখলে খড়গপুর আসনটি রাখতে ব্যর্থ হয় বিজেপি৷ জয়ী হন খড়গপুর পুরসভার পুরপ্রধান তথা জনপ্রিয় রাজনীতিক প্রদীপ সরকার৷ প্রায় ২০ হাজর ভোটেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন প্রদীপবাবু৷ একুশের বঙ্গ ভোটে অবশ্য শেষ হাসি হাসলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য জুড়ে প্রবল মমতা হাওয়ার মাঝেও নিজের খাসতালুকে দলের জয়ের ধারা অব্যাহত রেখে আদতে নিজের রাজনৈতিক ক্যারিশমারই প্রমাণ দিলেন দিলীপ ঘোষ৷ তবে জয়ের পর তারকা প্রার্থী হিরণের বলেন, ‘‘জয়লাভ করে খুব ভাল লাগছে৷ এই জয়ে মানুষের আর্শীবাদ আমার সঙ্গী। হিরণ কি এবার স্থায়ীভাবে খড়্গপুরের বাসিন্দা হবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হেসে পালটা হিরণ বলেন- ‘আপনারা একটা জায়গা দেখুন না, কালকেই বাড়ি বানাব’।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kharagpur election result
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore