Home » খেজুরিতে বিজেপি কর্মীর বাড়িতে আগুণ, আক্রান্ত মহিলা, শাসক-বিরোধী চাপান উতোর

খেজুরিতে বিজেপি কর্মীর বাড়িতে আগুণ, আক্রান্ত মহিলা, শাসক-বিরোধী চাপান উতোর

by Biplabi Sabyasachi
0 comments

Fire in house

আরও পড়ুন ঃযশ (Yaas) বিধ্বস্ত এলাকায় সরকারি সাহায্যের জন্য ফর্মপূরণের কাজ শুরু, কেশপুরে মন্ত্রী Siuli Saha

পত্রিকা প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত পূর্ব মেদিনীপুরে। বিজেপি (Bjp) করার অপরাধে খেজুরী(Khajuri) ২ ব্লকের নিজকশবা গ্ৰাম পঞ্চায়েতের উঃ মতিলালচক গ্রামের বাসিন্দা গৌরীশঙ্কর দাস -এর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল(Tmc) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল (Tmc) যদিও বলছে, এর সঙ্গে তারা জড়িত নয়। এটা বিজেপি(Bjp)-র গোষ্ঠী দ্বন্দ্বের ফল।

নিজস্ব চিত্র

বিজেপি-র(Bjp) অভিযোগ, গতকাল গভীর রাতে ওই বিজেপি(Bjp) কর্মীর বাড়িতে আচমকাই আগুন লাগিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। আর এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে দুস্কৃতিকারীরা এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে খেজুরি (Khajuri)কোস্টাল থানার পুলিশ(Police) । ঘটনার তদন্ত শুরু করেছে তারা।কাঁথি (Contai) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই বলেন , ‘‘ভোটের (Vote ) ফল বের হওয়ার পর থেকেই এই ধরনের হামলা হচ্ছে। কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তৃণমূল(Tmc) দুষ্কৃতীরা। এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। অনেক বিজেপি(Bjp) কর্মী ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। বাকিরা আতঙ্কে রয়েছেন।’’

Advertisement
ADVERTISEMENT

অপরদিকে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল (Tmc) কংগ্রেস কো-অডিনেটার মামুদ হোসেন বলেন, ” ভোট (Vote) মিটতেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। এই সুযোগে বেশকিছু সমাজবিরোধী এলাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল(Tmc) কংগ্রেসের কেউ যুক্ত নয়। তবে এটা বিজেপি-র গোষ্ঠী দ্বন্দ্বের ফল। তাছাড়া সমাজবিরোধীদের দৌরাত্ম্য ঠেকানোর জন্য পুলিশ (Police) প্রশাসন শীঘ্রই সঠিক পদক্ষেপ গ্রহণ করুন ৷ তাছাড়া ওরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।’’খেজুরী (Khajuri) ১ নং ব্লকের পূর্ব মন্ডলের অন্তর্গত কামদেবনগর গ্ৰামের বিজেপির মহিলা মোর্চার আই টি সেলের কর্মী অনুরাধা কর ভোটপরবর্তী শাসকদলের সন্ত্রাসে ঘর ছাড়া ছিলেন। তবে কয়েকদিন আগে উনি বাড়ি ফিরেছেন। আর এই অবস্থায় গতকাল রাতের অন্ধকারে উনার বাড়িতে একদল তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায়, এবং ঘরের দরজা,জানলা লক্ষ্য করে বোম ছুঁড়ে বোম বাস্টিং করে বলে অভিযোগ বিজেপির। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল(Tmc)।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Police called

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.