Home » বিজেপি করলে জুটছে না ১০০ দিনের কাজ ,প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের

বিজেপি করলে জুটছে না ১০০ দিনের কাজ ,প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের

by Biplabi Sabyasachi
0 comments


পত্রিকা প্রতিনিধি: দিনের পর দিন ১০০ দিনের কাজ জুটছে না । অপরাধ তারা নাকি বিজেপি সমর্থক । এই অভিযোগ এনে রাস্তা অবোরোধ করলেন ১০০ দিনের শ্রমিকরা । মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের বনপুরা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে ১০০ দিনের কাজের শ্রমিকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । গ্রাম পঞ্চায়েতটি তৃনমূলের দখলে । ঝুড়ি , কোদাল সঙ্গে নিয়ে তারা পথ অবরোধে সামিল হন । বিক্ষোভকারীদের বক্তব্য সাধারণমানুষ ১০০ দিনের কাজে যোগ দিতে গেলে তৃণমূল নেতারা তাদের কাজে যোগ দিতে বাধা দেন , কারন তারা নাকি বিজেপি করেন । এই লকডাউনে সাধারণ মানুষের হাতে অর্থ নেই বললেই চলে, এই পরিস্থিতিতে তাদের ১০০ দিনের কাজ খুব জরুরী বলে জানালেন ,অথচ তাদেরকে ১০০ দিনের কাজে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ । তাই ক্ষুব বাসিন্দারা মঙ্গলবার পথ অবরোধ করেন । দীর্ঘক্ষন পথ অবরোধে ব্যপক যানজটের সৃষ্টি হয় । পরে অবশ্য পুলিশ এসে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে । সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.