Home » শালবনীর সাতপাটিতে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তৃণমূলমুখী ! জেলা নেতৃত্বের নির্দেশ না আসায় তৃণমূলে ‘না’

শালবনীর সাতপাটিতে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তৃণমূলমুখী ! জেলা নেতৃত্বের নির্দেশ না আসায় তৃণমূলে ‘না’

by Biplabi Sabyasachi
0 comments

Gram Panchayat

আরও পড়ুন ঃআগামী সাতদিন বেসরকারী বাস চলবে না পশ্চিম মেদিনীপুরে

পত্রিকা প্রতিনিধি:  পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) বিভিন্ন জায়গায় বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে (TMC) যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও জেলা নেতৃত্বর নির্দেশ আসেনি বলেই ‘না’ বলা হয়েছে বলে দাবি তৃণমূল নেতার।

দিন কয়েক আগে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, খোঁজ খবর না নিয়ে এবং জেলা নেতৃত্বর নির্দেশ ছাড়া কাউকে দলে নেওয়া যাবে না।পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনী (Salboni) ব্লকের সাতপাটি গ্রাম পঞ্চায়েতের (SATPATI GRAM PANCHAYAT) বিজেপি (Bjp) সদস্যরা নাকি তৃণমূলে (Tmc) যোগ দিতে চেয়ে বারবার অনুরোধ করছেন। এখনও পর্যন্ত তাদের দলে নেওয়া হয় নি। এমনই বক্তব্য তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীবন দাসের (Sanjiban Das)।

নিজস্ব চিত্র

গত পঞ্চায়েত নির্বাচনে ১২ টি আসনের মধ্যে তৃণমূল ৮ টি, বিজেপি ৪ টিতে জয়লাভ করে। বোর্ড গঠন করে তৃণমূল। গত লোকসভাতে শালবনীতে ভালো ভোট পেয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে ব্যাকফুটে চলে যায়। তার পর থেকে রাজ্যের পাশাপাশি পঞ্চায়েতেও দলবদলের হিড়িক পড়ে যায়। বিজেপির ক্ষমতায় থাকা একাধিক পঞ্চায়েত হাত ছাড়া হতে চলেছে। সাতপাটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বুড়িপালা, রাধাকান্তপুর, পাথরী, কলসীভাঙা এই চারটি পঞ্চায়েত বিজেপির দখলে। এই পঞ্চায়েতের সদস্যরা নাকি তৃণমূলে যোগ দিতে চাইছেন। দলে না নেওয়া নিয়ে অঞ্চল সভাপতি সঞ্জীবন দাস বলেন, “বিজেপির সদস্যরা পঞ্চায়েত অফিসে এসে বলার পাশাপাশি বারবার ফোন করে অনুরোধ করছেন। কিন্তু তাঁদের এখনো দলে নেওয়া হয় নি। জেলা নেতৃত্বদের নির্দেশ আসেনি, এলে নেওয়া হবে।” যদিও বিজেপির এক নেতা কটাক্ষ করে বলেন, “তৃণমূলে যোগ দিতে কেউ যায় নি। সবই ওদের সাজানো।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Gram Panchayat

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.