পত্রিকা প্রতিনিধি : বিজেপি করার অপরাধে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে তৃণমূলের উপপ্রধান। আর এই অভিযোগ নিয়ে বিডিওর কাছে অভিযুক্ত উপ- প্রধান দীপ্তেন্দু মাইতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে সম্পূর্ণ ঘটনা মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান দীপ্তেন্দু মাইতি।
বিজেপির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দা বাসুদেব পট্টনায়েক। আর তিনি বিজেপি করার অপরাধে তাকে স্থানীয় উপপ্রধান দীপ্তেন্দু মাইতি সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ।
উল্লেখ্য, বাসুদেব কয়েকদিন আগে একশো দিনের কাজের জব কার্ড করানোর জন্য তিনি স্থানীয় শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে যান। আর সেখানেই অভিযুক্ত উপপ্রধান তাকে বলে দেন বিজেপি করার জন্য কোন সুযোগ তিনি পাবেন না। উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি কর্মী।
বিজেপি কর্মীর অভিযোগ তাকে ঐদিন উপপ্রধান সরাসরি বলে দেন তোমাদের কোন জব কার্ড হবে না কারণ তোমরা বিজেপি দল করো। এটা কোন রামকৃষ্ণ মিশন আশ্রম নয়। আমি তৃণমূলের ভোটে জিতেছি তাই অন্য কোন দল করলে তাদের কোন সহযোগিতা করব না।
এরপর অভিযুক্ত উপ-প্রধানের এই সমস্ত বক্তব্য ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে উঠেছে। তবে ভাইরাল হওয়া ভিডিও সম্পূর্ণ মিথ্যে বলে দাবি অভিযুক্ত উপ-প্রধানের। তিনি ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। অভিযোগকারী বিজেপি কর্মী বাসুদেব পট্টনায়ক বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা জব কার্ডের জন্য উপ- প্রধানের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের বিজেপি করার জন্য কোন সুযোগ সুবিধা দেবেন না বলে জানিয়ে দেন। আমি ইতিমধ্যে স্থানীয় বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি।”
কাঁথি সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “শাসকদল পরিচালিত ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান দীপ্তেন্দু মাইতি বলেছেন মানুষের কোন দাম নেই, আমরা মানুষের কোন সহযোগিতা করব না। গ্রাম পঞ্চায়েত অফিস এখন তৃণমূলের পার্টি অফিসে পরিনত হয়েছে। আমরা আহবান করছি মানুষের বিরুদ্ধে আন্দোলনে নামুক।