পত্রিকা প্রতিনিধি:গত ১ জুন থেকে বেশ কিছু নিয়ম মেনে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। সেই নির্দেশ মত বেশ কিছু ধর্মীয় প্রতিষ্ঠান খুললেও তমলুকের ৫১ পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির কিছু সমস্যা থাকার কারণে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মন্দির বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আগামী ১৩ ই জুন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বর্গভীমা মন্দির। সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। দেবী বর্গভীমা মন্দির এর মূল প্রবেশদ্বারে গেট খোলার পরেই থাকছে স্যানিটাইজার করা মেশিন । মেশিনের মধ্যে দিয়ে গেলে স্বয়ংক্রিয় স্যানেটাইজ স্প্রে করা হবে। এরপর মন্দিরে নির্দিষ্ট করে দাগ দেওয়া হয়েছে এবং সেই দাগ এর মধ্যেই ভক্তদের দাঁড়াতে হবে। ভক্তরা শুধুমাত্র নাটমন্দির পর্যন্ত যেতে পারবেন পুজো দিতে কিন্তু দেবী মায়ের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না এবং দেওয়া যাবেনা পুষ্পাঞ্জলী ও। এছাড়াও বেশ কিছু নিয়মাবলী কি লিখে দেয়া হয়েছে মন্দিরে কর্তৃপক্ষের তরফ থেকে মন্দির চত্বরে।তবে দীর্ঘ লকডাউন এরপর দিবি মায়ের ৫১ পীঠের এক পিঠ এই তমলুকের ঐতিহাসিক বর্গভীমা মন্দির খুলে দেওয়া হবে এই খবর পেয়ে খুশি ভক্তগণেরা।
0
previous post