BJP attack
আরও পড়ুন ঃ–ডাকাতির আগে রামনগরে পুলিশের জালে ডাকাত দল
পত্রিকা প্রতিনিধিঃ কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর (East Medinipur)জেলার ভগবানপুর(Bhagabanpur) বিধানসভার ভূপতিনগর(Bhupatinagar)থানার অন্তর্গত অর্জুনগর ও বরোজ অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘরছাড়া বিজেপি কর্মীরা তাদের নিজেদের ঘরে ফিরতেই ওই কর্মী সমর্থকদের উপর হামলা চালানো ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে এমনই অভিযোগ উঠেছে তৃণমূলের(Tmc) দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনার পর সোমবার এলাকার বিজেপি(Bjp)বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি’কে সঙ্গে নিয়ে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তবে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে কাছে পেয়েই তাঁর পায়ে পড়ে কাঁদতে দেখা যায় তৃণমূলের হাতে অত্যাচারীত হওয়া বিজেপি পরিবারের মহিলাদের।
তবে আক্রান্ত পরিবারগুলির পাশে থেকে সর্বোতভাবে সাহয্য করার এবং তৃণমূল(Tmc) কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দিয়েছেন শুভেন্দুবাবু(Suvendu) ।
এবিষয়ে তৃনমূলের(Bjp) পূর্ব মেদিনীপুর জেলা কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন, নিজেদের অপরাধ ঢাকতে নাটক করছে বিজেপি(Bjp) । বলেন সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে বিজেপিই হামলা চালাছে তৃনমূলের কর্মীদের (Tmc) উপর। আর উল্টে তৃনমূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে । প্রসঙ্গত, রবিবার তৃণমূলের প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে এসে বিজেপির(Bjp) বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায়। এবং তাঁর সমস্ত দায়ভার বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার হয় বলে দাবি বিজেপির।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore