পত্রিকা প্রতিনিধি: লকডাউনের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার শিমুলীয়া গ্ৰামে গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তর ও ভগবানপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা সহ দুই পাচারকারীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, এই গাঁজা আনা হয়েছে ওড়িশা থেকে ভগবানপুরে বিক্রি করার জন্য।ভগবানপুর থেকে এই গাঁজা পৌঁছে যাবার কথা চলছিল ওই এলাকার বিভিন্ন আনাছে কানাছে।তবে গাঁজা পাচারকারী দেবু ঘোড়াই ও ইন্দ্রজিৎ মাইতি’কে গাঁজা উদ্ধারের পাশাপাশি তাদের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। তবে একদিকে করোনা ও লকডাউনের আবহ তার মধ্যে গাঁজা উদ্ধারের ঘটনার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।এই ঘটনার পর অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গোপন সূত্রে খবর ,ধৃতদের জেল হেপাজতে নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।তবে গাঁজা কোথায় কোথায় পাচার করা হত এবং গাঁজা পাচারে আরও কারা কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।তাছাড়া পুলিশের প্রাথমিক অনুমান ওড়িশা থেকে গাঁজা এনে ধৃতরা ভগবানপুরের বিভিন্ন জায়গায় পাচার করতো।তবে এই ৭০ কেজি গাঁজার দর কম করে ৬ লাখ, তা অবশ্যই অবৈধ বাজারে।