পত্রিকা প্রতিনিধি:রেল কর্মীর কাছ থেকে ফোন মারফত লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে গ্রেফতার রামবাবুর ঘনিষ্ঠ ৮ জন । পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত জয় হিন্দ নগর বাসিন্দা রেলকর্মীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা চাওয়ায় খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শ্রীনু নাইডু খুনের অভিযু্ক্ত বাসব রামবাবু সহ ১১ জনের বিরুদ্ধে ।Kharagpur News, Kharagpur News, Kharagpur News
আরও পড়ুন- এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল সবংয় থানার সেকেন্ড অফিসারের
এর মধ্যে শঙ্কর ও রামবাবু জেলেই রয়েছেন ও ১ জন ফেরার বলে জানা গিয়েছে। তিনি বিজেপি কর্মী বলে জানা যায়। এদের কাছ থেকে একটি বন্দুকও উদ্ধার করে পুলিশ । সম্প্রতি এই রেলকর্মী খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানালে সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের । অভিযুক্ত এই ৮জনকে আজই খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। এদের মধ্যে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা যায় খড়্গপুর টাউন থানার পুলিশের পক্ষ থেকে । এই তিনজন অভিযু্ক্ত হলেন এ শ্রীনিবাস রাও, কে শিবা রাও ও কালিপ্রসাদ রেড্ডি। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন , জোর করে তোলা আদায় সহ নানারকম দুষ্কৃতীমূলক কাজকর্মে অভিযোগ দায়ের হয়েছ বলে জানা যায়। জেলেই বসে ফোন মারফত একাধিক লোকের কাছ থেকে তোলা যাওয়ার অভিযোগ উঠেছিল মাফিয়াদের বিরুদ্ধে । আবার প্রমাণ হলো জেলের মধ্যে বসেই তোলা আদায়ের কাজ চালাচ্ছে মাফিয়ারা । রেলশহর খড়্গপুরে নাম প্রকাশে অনিচ্ছুক এক খ্যাতনামা ব্যবসায়ী জানান, তার কাছে মাফিয়ার নাম লরে বেশ কয়েকবারই ফোন করে তোলা চাওয়া হয় । এই ঘটনাকে কেন্দ্রকরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রেলশহরে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
2 comments
[…] […]
[…] […]
Comments are closed.