Home » পূর্ব মেদিনীপুরে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে কোটি টাকার দুর্নিতীর অভিযোগ

পূর্ব মেদিনীপুরে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে কোটি টাকার দুর্নিতীর অভিযোগ

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ রাজ‍্যে বিজেপির (Bjp) ভরাডুবির পর থেকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথির (Contai) অধিকারী পরিবারকে এক কোণঠাসা করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল (Tmc) ।  আর এহেন অবস্থায় কাঁথি (Contai) শহরের কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক (Contai Co-Operative Bank) কর্তৃপক্ষের বিরুদ্ধে বহু নিয়মবহির্ভূত ও বেআইনি নিয়োগ অভিযোগ তুলে আন্দোলনে নামল কাঁথি মহকুমা তৃণমূল সমবায় সেল। ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আসীন রয়েছেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

নিজস্ব চিত্র

গত শুক্রবার সমবায় সেলের পক্ষ থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। ব্যাঙ্কের সম্পাদকের অনুপস্থিতিতে ম্যানেজার স্মারকলিপি গ্রহণ করেন।আর সেই স্মারকলিপিতে জানানো হয়েছে, গত কয়েক বছরে ব্যাঙ্কে বহু নিয়মবহির্ভূত ও বেআইনি নিয়োগ হয়েছে। সীমাহীন আর্থিক অনিয়ম হয়েছে। বেআইনিভাবে কর্মীদের প্রমোশন দেওয়ার চেষ্টা চলছে।তবে এই সমস্ত বিষয়ে দ্রুত তদন্ত করতে হবে দাবি তোলেন সমবায় সেল।

ব্যাঙ্কের ম্যানেজার অ্যাপোলো আলি বলেন (Apolo Ali), যাঁরা এই সমস্ত অভিযোগ করছেন, তাঁদের কাছে সুর্নিদিষ্ট কিছু খবর থাকতে পারে। কিন্তু আমাদের এসব ব্যাপারে কিছুই জানা নেই। তবে যা বলার, উর্ধ্বতন কর্তৃপক্ষই বলবে।অপরদিকে সমবায় সেলের মহকুমা সভাপতি আমিন সোহেল, জেলা পরিষদের (Zilla-parishad) কো-মেন্টর (Co-Mentor) হাবিবুর রহমান বলেন, একটা সময় এই ব্যাঙ্কের বিরাট ঐতিহ্য ছিল। নানা অনিয়ম সেই ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। এবিষয়ে দ্রুত পদক্ষেপ না করা হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।  

Advertisement
Advertisement


বিশেষ সূত্রের খবর কাঁথি কো অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে কাঁথি থানায় (Contai Police Station) কোটি টাকার অনিয়মের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।ওই ব্যাংকের শেয়ারহোল্ডার মেম্বার রানী দাস গত ১৪ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । আর্থিক কারচুপির পাশাপাশি ব্যাঙ্ক পরিচালনার সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ লোকজনদের নিয়ম বহির্ভূতভাবে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ব্যাঙ্কের মোট ১২ টি শাখা রয়েছে বিভিন্ন জেলায়।বিশেষ সূত্রের খবর সি আই ডি এর ফিনান্স সেল কাঁথির ওই ব্যাঙ্কের নথিপত্র সংগ্রহ করতে শুরু করেছে। থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি রাজ্যের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ এবং সি আইডি এডিজি’র কাছেও অভিযোগ পাঠানো হয়েছে বলে জানা যায় ।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.