পত্রিকা প্রতিনিধিঃ মেদিনীপুর বনবিভাগে (Midnapore Forest) এবার সক্রিয় গাছ পাচার চক্র। এই চক্র তিনদিনে দুই লক্ষ টাকার শাল গাছ কেটে নিয়ে পালালো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার চাঁদড়া ফরেস্টে (Chandra Forest)। চাঁদড়ার আমাঝরণার জঙ্গলে (Amjharna Jungle) মোটা ও পুরনো অনেক শাল গাছ রয়েছে। রয়েছে সেগুন গাছও। সেই সব শাল গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। মোট তিন দিনে কুড়িটির বেশি শাল গাছ কেটেছে বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই গাছ চুরিতে বড় ধরণের কোনো পাচার চক্র কাজ করছে। মূলত বৃষ্টির রাতেই গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করছে। ব্যবহার করছে মেশিন করাত।
বন দফতরের কর্মী সংখ্যা অনেক কম। বিস্তীর্ণ জঙ্গল পাহারা দেওয়াও অসম্ভব। নেই রেঞ্জে কোনো গাড়ি। বীট অফিসগুলিতেও নেই বাইক। রাতের অন্ধকারে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে কিভাবে সম্ভব গাছ রক্ষা করা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুজিত পন্ডা (Sujit Panda)জানিয়েছেন, গাছ পাচার চক্র ধরতে নিয়মিত রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যেও কর্মীরা ডিউটি দিচ্ছেন। দিনের বেলাতেও জঙ্গলে পাহারায় থাকছেন। এলাকাবাসীকেও সতর্ক করা হয়েছে রাতে জঙ্গলে গাড়ি ঢুকলে লক্ষ্য নজর রাখার জন্য। জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে আসা সুজয় মাহাত, তমাল দন্ডপাটরা বলেন, আমরা সকালে এসে দেখি গাছ কেটে নিয়েছে কেউ বা কারা। কয়েকদিনে কুড়িটির বেশি গাছ কাটা হয়েছে। মূলত রাতের অন্ধকারেই এই গাছ কাটা হচ্ছে। স্থানীয়দের অনুমান, বন দফতরের কর্মী সংখ্যার অভাবকে কাজে লাগিয়ে কোনো বড় পাচার চক্র কাজ করছে। কাঠ চেরায় মিলগুলিতে নজরদারি চালাক বন দফতর।