0
পত্রিকা প্রতিনিধিঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের , আহত আরও ১। রবিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার জাড়া এলাকায়।
জানা গিয়েছে, ভাদুতলা একটি মোটরবাইকে করে দুজন যুবক পিড়াকাটার দিকে যাওয়ার সময় হঠাৎই জাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক নিয়ে রাস্তার কাছে একটি ড্রেনে ঢুকে যায়। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। তবে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা বাকি আহত ১ যুবককে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে তার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। যদিও এই দুজনের যুবকের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। শালবনী পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।