0
প্রত্রিকা প্রতিনিধিঃ রাজ্য সড়কে সাইকেলের পেছনে দ্রুতগতির মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল অজয় সিং (৩৩) নামে এক ব্যক্তির। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী থানার কুসুমপুর পঞ্চায়েতের বেনাকুড়িয়্যা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হাতিগেড়িয়া থেকে কুলটিকরি দিকে দুজনেই বাড়ি ফিরছিলেন। এরপর হঠাৎই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল-আরোহীর পেছনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় ।
তারপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। তবে ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা এসে আহত বাইক চালককে উদ্ধার করে কেশিয়াড়ী গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে এই ঘটনার খবর পেয়ে কেশিয়াড়ী পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তবে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।