Accident
আরও পড়ুন ঃ– স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্থান মেদিনীপুর কলেজ চত্বরের রাস্তার একপাশ থেকে সরানো হল হকারদের
পত্রিকা প্রতিনিধিঃ রাতের অন্ধকারে পথ দুর্ঘটনার কবলে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) গাড়ি। শনিবার ঘটনাটি ঘটেছে চন্ডীপুর থানার মগরাজপুর রেল ক্রসিংয়ের সম্মুখে। অল্পের জন্য বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেলেন সাংসদ।
আরও পড়ুন ঃ– বিলুপ্তির মুখে রূপনারায়ন নদীর ইলিশ, হতাশায় কোলাঘাটবাসী
জানা গিয়েছে, এদিন রাতে তমলুকের(Tamluk) সাংসদ(Mp) ভবন থেকে কাজ সেরে নিজের গাড়িতে করে দিব্যেন্দু অধিকারী(Dibyendu Adhikari)নিজের বাড়ি কাঁথিতে(Contai) ফেরার পথে আচমকাই জাতীয় সড়কে সাংসদের(Mp) গাড়িতে ধাক্কা মারে একটি লরি বলে জানা যাচ্ছে। তবে এই দুর্ঘটনার জেরে যদিও কোনও আঘাত লাগেনি তার। অবশ্য সাংসদের(Mp) গাড়ির যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় ঘাতক লরিটিকে ধরা যায়নি। চালক ঘটনাস্থল থেকেই পলাতক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘাতক লরিটির তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।
আরও পড়ুন ঃ– দলবিরোধী কাজের অভিযোগ, এগরায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
দুর্ঘটনার পর দিব্যেন্দু অধিকারী(Dibyendu Adhikari) জানান, “আমি এখন বাড়িতে ফিরে এসেছি। ভালো আছি, সুস্থ আছি”। দুর্ঘটনা বিষয়ে সাংসদ জানান, “চন্ডিপুরের(Chandipur) মগরাজপুর রেল(Rail)ক্রসিংযের কাছে একটি তেল ট্যাঙ্কার প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। গাড়িটিকে চেপেই দিয়েছিল ওই ঘাতক গাড়িটি। তবে চালকের তৎরপতায় প্রাণে বেঁচে ফিরেছি” বলে জানান তিনি।
আরও পড়ুন ঃ– “বন্যা নিয়ন্ত্রণে গত দশ বছরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি করেছেন !”, খড়্গপুরে এসে মমতাকে কটাক্ষ দিলীপের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore