Indecency
আরও পড়ুন ঃ–১০.৮ কেজি ওজন, উচ্চতা প্রায় ৪ফুট, মেদিনীপুরে উদ্ধার বিশালাকৃতির মাগুর মাছ
পত্রিকা প্রতিনিধি: চিকিৎসা করাতে এসে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এক আদিবাসী মহিলা (Tribal Woman) রোগীর সঙ্গে শ্লীলতাহানির (Molestation)অভিযোগে এক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (CRPF) একজনকে গ্রেফতার করল বেলপাহাড়ি (Belpahari) থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানি ও তফশিলি জাতি -উপজাতি (Scheduled Castes – Tribes)ধারার মামলা রজু করা হয়েছে। বৃহস্পতিবার ওই জওয়ান মিহির কুমারকে (Mihir Kumar) ঝাড়গ্রাম কোর্টে (Jhargram Court)তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর গত বুধবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত বুড়িঝোর (Burijhor) এলাকায় সিআরপিএফ (CRPF) এর দুই জওয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Health Centre) ডাক্তার দেখাতে আসেন। সেখানে চিকিৎসাধীন এক আদিবাসী মহিলার ওপর অভব্য আচরণ করেন বলে অভিযোগ।এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আদিবাসী (Tribal) মানুষ জমায়েত হতে শুরু করে। শেষে প্রাণভয়ে সিআরপিএফের ঐ জওয়ান বাথরুমের ভেতরে ঢুকে দরজা এঁটে দেয় । ঘটনার খবর পেয়ে বেলপাহাড়ি থানার আইসি (IC) বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। শেষে পুলিশ ওই জওয়ান কে গ্রেপ্তার করলে রাত দশটার পর এলাকার মানুষজন বিক্ষোভ তোলেন। অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করেছেন সিআরপিএফ কর্তৃপক্ষ । স্থানীয় সূত্রের খবর, গত বুধবার দুপুরে ওই স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা করাতে গিয়েছিলেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান মিহির কুমার। অভিযোগ সেসময় তিনি মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ে শ্লীলতাহানি করেন ।মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Indecency
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore