Police case
আরও পড়ুন ঃ–অভিনব ভাবে মেদিনীপুরে শুরু হয়ে গেল পৌর নির্বাচনের প্রচার
পত্রিকা প্রতিনিধিঃ করোনা কালে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বে-আইনী জমায়েত, সরকারি কাজে বাধাদান, পুলিশের ফোনে আড়িপাতা, পুলিশকে হুমকি দেওয়া, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় এবার শুভেন্দু অধিকারী’র(Suvendu Adhikari) সহ একাধিক ধারায় মামলা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তমলুক (Tamluk)থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা করেছে। এছাড়াও এফআইআরে(FIR) শুভেন্দু ছাড়াও নাম রয়েছে একাধিক বিজেপি বিধায়ক এবং নেতাদের। তাদের মধ্যে ময়নার বিধায়ক অশোক দিন্ডা, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কান্তি দাস এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের।
প্রসঙ্গত, ভোটের ফল প্রকাশের পর বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে একাধিক অভিযোগে গতকাল তমলুকে(Tamluk) জেলা পুলিশ(Police) সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি। আর সেই কর্মসূচিতে জেলার বিজেপি বিধায়ক ছাড়াও সেই সভায় হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।আর সেই ঘটনার ২৪ কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)বিরুদ্ধে মামলা জানিয়েছেন জেলা পুলিশ(Police) সুপার অমরনাথ কে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির(Bjp) বিক্ষোভ অবস্থান ডেপুটেশন ছিল। কোভিড পরিস্থিতির মধ্যে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখায় জেলা পুলিশ সুপারের অফিসের সামনে। সেই বিক্ষোভ অবস্থানে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জেলা পুলিশ সুপারকে হুমকির সুরে বলেন জেলায় ঠিকঠাক মত কাজ না করলে কাশ্মীরের ডিউটি করতে যেতে হতে পারে। এইসব এর পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দন্ডবিধি’র ধারা ৩৪১ , ১৮৬ , ১৮৭ , ১৮৮, ১৮৯ , ২৬৭, ২৭০, ২৯৫ এ , ৫০৬ , ১২৯ বি , আইপি ধারায় মামলা করেছে জেলা পুলিশ ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Police case
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore