Bombing
আরও পড়ুন ঃ–করোনা পর্বে গড়াবে না রথের চাকা! চাহিদা তেমন নেই, ক্ষতির শিকার রথ তৈরীর কারিগররা
পত্রিকা প্রতিনিধিঃ সাতসকালে রাস্তা থেকে তাজা বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর (Khejuri) তালপাটি কোস্টাল থানার অন্তর্গত খেজুরি ২ ব্লকের মুরলিচক গ্ৰামে। তবে এই উদ্ধার ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।
জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার মূল রাস্তায় পাশে একটি তাজা বোমা(Bomb)নজরে আসে স্থানীয়দের।আর ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।তবে এই ঘটনার খবর দ্রুত খেজুরি তালপাটি কোস্টাল থানার পুলিশ (Police) ঘটনাস্থলে এসে বোমাটিকে নিস্ক্রিয় করে থানায় নিয়ে যায় বলে জানা যাচ্ছে। যদিও গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ(Police)।
তৃণমূলের দুষ্কৃতীরা এমনই ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করে কাঁথি(Contai) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দলুই(Tapas Dalai) বলেন , বেশকয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূলের(Tmc) দুষ্কৃতীরা সন্ত্রাস চালাচ্ছে। আর সেই মতো গতকাল রাতেও তারা ওই এলাকার একাধিক জায়গায় বোমাবাজি করে। এই ঘটনার পর তারা এলাকার মানুষদের ভয় দেখাতে রাস্তায় তাজা বোমা ফেলে গিয়েছে। তাছাড়া খেজুরিতে(Khejuri) বিজেপির জয়লাভের পর ওরা বোম-বন্দুকের সন্ত্রাস চালিয়ে বিজেপির(Bjp) সংগঠনকে ভাঙার চেষ্টা করছে। তাছাড়া এভাবে খেজুরির আন্দোলনের মানুষকে ভয় দেখাতে পারবেনা। গোটা ঘটনায় যুক্ত রয়েছে তৃণমূল।
অপরদিকে জেলা তৃণমূল(Tmc) কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন(Mamud Hossain)বলেন,এই ঘটনার সাথে তৃণমূল কোনো ভাবেই জড়িত নয়। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করতে না পেরে কোথাও বোম বন্দুক, কোথাও মারধর করে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাছাড়া বিজেপি(Bjp) মানুষের রায়ের ওপর ভরসা না রাখতে পেরে আবার এই অস্থিরতা রাজনীতির পথ বেছে নিয়েছে। এটা বিজেপির(Bjp)এই পরিকল্পনা মূলক চক্রান্ত।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore