Medinipur news
আরও পড়ুন ঃ–খড়্গপুর- মেদিনীপুরে ফের বদলে গেল কনটেইনমেন্ট এলাকা, একনজরে দেখে নিন সংশোধিত তালিকা
পত্রিকা প্রতিনিধি: ব্যারিকেডে বন্ধ রাস্তা। দোকানপাটের ঝাঁপ বন্ধ। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ। মাস্ক না পরে বাইরে বেরোলেই সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। বাড়ি থেকে ঢোকা-বেরনো কার্যত বন্ধ রাখা হয়েছে। মেদিনীপুর ও খড়্গপুরে শহরে বৃহস্পতিবার সকাল থেকে এমন ছবিই দেখা গেল।
করোনা সংক্রমণ রুখতে রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের নিয়ন্ত্রণবিধি কড়া ভাবে কার্যকর করতে পুলিশ রীতিমতো কঠোর ভূমিকা পালন করছে। শহরের (Micro Containment Zone)গণ্ডিবদ্ধ ওই এলাকায় কেউ যাতে ঢুকতে বা বেরতে না পারেন, সে ব্যাপারেও নজর রাখছে মেদিনীপুর কোতয়ালী থানার পুলিশ।
গত বুধবারের জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।মেদিনীপুর শহরের চারটি ওয়ার্ড (১,২,৪ ও১৯ নম্বর) কে মাইক্রো কনটেইনমেন্ট এলাকার আওতায় আনা হয়। এবং খড়্গপুর শহরের গোটা পুর এলাকার উপর থেকে বিধি নিষেধ তুলে নিয়ে শুধুমাত্র ১৩,১৫,৩১,৩২ও ৩৫ নম্বর ওয়ার্ড মাইক্রো কনটেইনমেন্ট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়।
গত বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকে শহরজুড়ে মাইকিং করে জানানো হয়েছিল বৃহস্পতিবার থেকে শহরের গন্ডীবদ্ধ এলাকাগুলিতে বিধিনিষেধ থাকবে । বৃহস্পতিবার তার অন্যথা হল না । গন্ডীবদ্ধ এলাকাবাসীদের বিশেষ কারণবশত বাড়ি থেকে না বেরোনোর জন্য বারণ করা হয়। এলাকাগুলিতে পুলিশ পিকেট বসানো হয়।
আগামী ১৫জুলাই পর্যন্ত মেদিনীপুর, খড়্গপুর, নারায়নগড়, ঘাটাল,গড়বেতা ও কেশিয়াড়ীর গন্ডীবদ্ধ এলাকাগুলিতে কঠোর বিধিনিষেধ বহাল থাকবে বলে জানা যায় প্রশাসনের তরফে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore