পত্রিকা প্রতিনিধিঃ শনিবার রাতে নন্দীগ্রামের (Nandigrma) কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার উল্টে মৃত্যু হয়েছিল একজনের। ট্রলারের আরো তিন জন নিখোঁজ ছিল। মৃত ব্যক্তির নাম প্রদীপ মান্না (Pradip Manna)। বাড়ি কাঁথির (kanthi) মশাগাঁ গ্রামে। শনিবার রাত ১১টা নাগাদ হলদি নদীর ওই ঘাটে ট্রলার নোঙর করার সময় ঘটনাটি ঘটে।
মাছ ধরার জন্য মোট ১৪ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। খাওয়া দাওয়ার জন্য রাতে নোঙর করা হচ্ছিল ট্রলারটি। তখনই দুর্ঘটনা ঘটে। রবিবার সকালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ( Deputy Magistrate) কিশোর বিশ্বাস (Kishore Biswas) , বিডিও (BDO) সুমিতা সেনগুপ্ত (Sumita Sengupta) সহ নন্দীগ্রাম (Nandidram Police) থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চালানো হয়।উদ্ধারকাজের জন্য হলদিয়া (Haldia Coastal) উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ (NDRF) টিমের সাহায্য নিচ্ছে জেলা প্রশাসন। ঘটনার পরপরই ৯ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু তিনজন নিখোঁজ থাকায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছিল। বাস্তবে হলও তাই।
রবিবার সারাদিন তল্লাশি চালানো হয় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য। অবশেষে সোমবার সকালে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃত ব্যক্তিদের নাম কাশীরাম সিট (Kashiram Shit), রুপেশ ভূঁইয়া (Rupesh Bhunia), বাড়ি মারিশদা থানা এলাকায়। এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।