পত্রিকা প্রতিনিধি : রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হতে শুরু করেছে বিজেপির (bjp)। পশ্চিম মেদিনীপুর (paschim medinipur) জেলার কেশিয়াড়ি (Keshiary) , চাঁদড়ার (chandra) পর এবার হাতছাড়া হতে পারে শালবনী (Salboni) ব্লকের লালগেড়িয়া (Lalgeria) গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে ১২ টি আসনের মধ্যে বিজেপি (bjp) ৭ টি ও তৃণমূল (tmc) ৫ টিতে জয়লাভ করে। গত লোকসভা ভোটে এই রাজ্যে ভালো ফল করে বিজেপি (Bjp) । বেড়েছিল জনসমর্থনও। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তার উলাটপুরাণ। বড় সাফল্য পেল তৃণমূল (Tmc) । তারপর থেকে বিজেপির (Bjp) বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যরা পা বাড়ান শাসক দলে।
যদিও বিজেপির (bjp) অভিযোগ, সন্ত্রাস করে গায়ের জোরে শাসক দলে যোগ দিতে বাধ্য করানো হচ্ছে। অভিযোগ অবশ্য অস্বীকার করে তৃণমূল (tmc)। ,লালগেড়িয়া (lalgeria) গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দিয়েছে তৃণমূলের (tmc) পঞ্চায়েত সদস্যরা। যদিও বিজেপি থেকে তৃণমূলে এখনও পর্যন্ত কেউ যোগ দেন নি। ভোটাভুটি হলে কিভাবে তৃণমূল বোর্ড গঠন করবে ? যদি কেউ যোগ না দেন । নাকি তৃণমূল জল্পনা তৈরি রাখছে ভোটাভুটি পর্যন্ত? সূত্রের খবর তিন থেকে চারজন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগ দিতে পারেন।
তৃণমূল নেতৃত্বের সঙ্গে এক গোপন বৈঠকও নাকি হয়েছে। পরিস্কার কিছু না বললেও জল্পনা টিকিয়ে রাখছেন শালবনী ব্লক তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহ (Sandip Singha)। তিনি বলেন, “এখনও পর্যন্ত কেউ যোগ দেয়নি। যোগ দিলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে শালবনী (salboni) ব্লকের বিজেপির অনেকেই তৃণমূলে (tmc) যোগ দিতে ইচ্ছুক প্রকাশ করেছে।” জল্পনা আরও যে, অনাস্থা প্রস্তাবে শুধুমাত্র তৃণমূলেরই (TMC) পাঁচজন পঞ্চায়েত সদস্য স্বাক্ষর করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির (BJP) জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে গোপনে কথা হওয়ার পরই হয়তো অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল। আপাতত লালগেড়িয়া (lalgeria) গ্রাম পঞ্চায়েত নিয়ে জল্পনা থাকছেই।