Lost the way
আরও পড়ুন ঃ–মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে ই -মেল বার্তায় জনমত জানতে চাইল রাজ্য সরকার
আরও পড়ুন ঃ–টিকা না পেয়ে তৃণমূলকে দুষে খড়্গপুর স্টেশনে তুমুল বিক্ষোভ হকারদের
পত্রিকা প্রতিনিধিঃ সূদুর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (Tamluk) থেকে পথ হারিয়ে ঝাড়গ্ৰাম (Jhargram) জেলার সাঁকরাইলে এসে পড়া এক মহিলাকে উদ্ধার করে পরিবারের লোকেদের হাতে তুলে দিল সাঁকরাইল (Sankrail) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম ময়না বিবি, তার বয়স ৪০।বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিচোদগাড়ুপাদা গ্রামে। ওই মহিলা কোনও ক্রমে পথ হারিয়ে সাঁকরাইলে(Sankrail) এসে পড়েছিলেন।
নিজস্ব চিত্র
তবে সাঁকরাইলের (Sankrail) ধানঘোরি এলাকার মানুষ রাস্তায় ঘুরতে দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশের মোবাইল গাড়ি এসে জানতে পারে মহিলা স্থানীয় কোন জায়গার নয়।তখন তাকে উদ্ধার করে সাঁকরাইল (Sankrail)থানায় নিয়ে গিয়ে মহিলার তমলুকের নিচোদ গাড়ুপাদা গ্রামের বাড়িতে খবর দিলে রবিবার ওই মহিলার বাড়ির লোকজন এসে ময়না বিবিকে থানা থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। অপরদিকে সাঁকরাইল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই মহিলার বাড়ির লোকজনের সমস্ত দাবি খতিয়ে দেখে বাড়ির লোকের হাতে তুলে দেওয়ার ফটোকপি রেখে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সাঁকরাইল(Sankrail) থানার এই মানবিক পদক্ষেপে খুশি ময়না বিবির পরিবার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lost the way
Lost the way
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore