Steal money
পত্রিকা প্রতিনিধিঃ মাসরুম চাষের জালিয়াতির পর্দাফাঁস, মাসরুম চাষের প্রশিক্ষণ দিয়ে লক্ষ্যাধিক টাকা আয়ের প্রলভন দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বাঘমুড়ি গ্রামে। তবে এই ঘটনার পর ঝাড়গ্রাম থানার পুলিশ কৃষ্ণা সিং (Krishna Sing) নামের এক যুবককে আটক করে।
জানা গিয়েছে, ওই যুবক বাঘমুড়ি গ্রামে মাসরুম চাষের প্রজেক্ট তৈরী করেছে বলে যে কথা বলা হয়েছে। যদিও গ্রামে এরকম কোনো প্রজেক্টের অস্তিত্ব নেই। প্রজেক্টে কাজ দেওয়ার নামে বেকার যুবতী দের নিয়োগ করা হয়। প্রত্যেকের কাছে ট্রেনিং বাবদ ৭৫০০টাকা ও একটা অল্পমূল্যের ফি নেওয়া হয়। আর এরপর ভর্তির হলে জানানো হয় প্রত্যেক’কে ১০ জন করে সদস্য সংগ্রহ করতে । আর সদস্য সংগ্রহ হলে তাদের মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি তাদের কোম্পানিতে জায়গাও পাবে ও বিনামূল্যে বিদেশ ভ্রমনের সুযোগ পাবেন তারা । তবে মাসরুম চাষের বদলে শুরু হয় চেনব্যাবসার মাধ্যমে টাকা আদায়। লকডাউনের সুযোগ নিয়ে একটা ট্রেড লাইসেন্স বার করে একটি দোকান ঘরে,শহরের মধ্যে চলতে থাকে মাশরুম চাষের প্রশিক্ষণের নামে চেন ব্যাবসা। প্রায় ৫০০/৬০০ জন যুবতীকে এখন পযর্ন্ত এই রেকেটে জড়িয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম (Jhargram) থানার পুলিশ ওই যুবককে আটক করে পাশাপাশি গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কত জন বেকার যুবক যুবতী র কাছ থেকে কত টাকা আদায় করেছে সমস্ত বিষয় তদন্ত শুরু হয়েছে। আপাতত শিল করা হয়েছে দোকান ঘরটি বলে জানা যাচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Steal money
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore