BJP news
আরও পড়ুন ঃকোভিড ইউনিটের উদ্বোধন হল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে
পত্রিকা প্রতিনিধিঃ এরাজ্যে বিধানসভা ভোটে বিজেপির (BJP) ভরাডুবির পর ঝাড়্গ্রাম জেলা সভাপতি তুফান মাহাতো(Tufan Mahata) ‘কে লিখিতভাবে দল ছাড়া কথা জানিয়ে চিঠি দিয়ে বিজেপি (BJP) দল ছাড়লেন ঝাড়্গ্রাম (Jhargram) জেলা কমিটির সহ সভাপতি উৎপল দাস মহাপাত্র(Utpal Das Mahapatra) ।
এদিন দলছাড়ার পর তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির শুদ্ধিকরণ বহু আগে প্রয়োজন ছিল। কিন্তু তা হয়নি,হবে বলেও মনে হয়না।বিশেষ করে ঝাড়গ্রাম (Jhargram) জেলায় দীর্ঘদিন স্বজনপোষণ-এর ফলে আজ দলের কর্মীদের পেতে হচ্ছে। দলের আভ্যন্তরীণ পরিবেশ ভালো না থাকার প্রভাব পড়েছে শ্রদ্ধা বিধানসভা নির্বাচনে। অনেক আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম,কিন্তু দেরিতে হলেও সোমবার পদত্যাগ করলাম সেই সাথে দলত্যাগও করলাম।ব্যক্তিগত স্তরে মানুষের ভালোর জন্য সামাজিক দায়বদ্ধতা পালন করে যাব। পাশাপাশি তিনি আরও বলেন, তার সাথে বিজেপি (BJP) দলের আর কোন সম্পর্ক রইল না। তবে তিনি অন্য কোন দলে যোগ দেবেন কিনা তা এদিনে পরিষ্কার করে জানাননি। বিজেপির ঝাড়গ্রাম (Jhargram) জেলা কমিটির প্রভাবশালী নেতা বিজেপি দল ছেড়ে দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করায় ঝাড়্গ্রাম (Jhargram) জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে নয়াগ্রামে (Nayagram) বিজেপির’কে শক্তিশালী করে তোলার জন্য উৎপলদাস মহাপাত্র এর অবদান বিজেপি কর্মীরা কেউ ভুলে যাবে না। তাই উৎপল দাস মহাপাত্র দল ছেড়ে দেওয়ার নয়া গ্রামের বিজেপি কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore