Vaccines news
আরও পড়ুন ঃকোভিড ইউনিটের উদ্বোধন হল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে
পত্রিকা প্রতিনিধিঃপশ্চিম মেদিনীপুর (West Medinipur)রেল শহর খড়গপুর(Kharagpur)কৌশল্যা মোড় সংলগ্ন প্রাচীন বাজারের রেড লাইট (Red Light) অঞ্চলে রাজ্যের প্রথম এই জাতীয় শহরে পরিণত হয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় কোভিড থেকে যৌনকর্মীদের বাঁচাতে ৪০জন যৌনকর্মীকে প্রশাসনের পক্ষ থেকে কোভিডশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়।
আরও পড়ুন ঃ–মন্দারমণি আজ যেন শ্মশানপুরী, প্রায় ৮০টি হোটেল ভাসিয়ে নিয়ে গেল উত্তাল সমুদ্র
কোভিডশিল্ড পেয়ে খড়্গপুর (Kharagpur) রেডলাইট (RedLight) এলাকার যৌনকর্মীরা জানিয়েছেন, যে করোনার সময়কাল শুরু হয়েছে এবং লকডাউনের (Lockdown)কারণে তাদের ব্যবসায় ধীর হয়ে গেছে। গ্রাহকরা করোনার কারণে রেড লাইট অঞ্চল থেকে প্রায় ফিরে যাচ্ছে। তাই তারা প্রশাসনকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। যার কারণে তাদের প্রচুর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। তাছাড়া করোনা ভ্যাকসিন পাওয়াই যৌনকর্মীরা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেছে যে তারা পশ্চাৎপদ ও অন্ধকার বিশ্বের লোকেরা, তবে প্রশাসন তাদের একটি টিকা দিয়েছে তা প্রমাণ করার জন্য যে তারা সমাজের মুল্লাস্ট্রোতে বসবাসকারী মানুষের মতো।এবিষয়ে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “খড়্গপুর (Kharagpur) ছাড়াও ঘাটালের ২৫ জন যৌন কর্মীকেও করোনা টিকা দেওয়া হবে। তাছাড়া আজ যাদের কোভিডশিল্ডের প্রথম ডোজ দেওয়া হল তারা পরবর্তী ৮০ দিনের পর দ্বিতীয় ডোজ পাবেন বলে জানা যাচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Vaccines news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore