Attack on media
আরও পড়ুন ঃ-ডেবরায় বিজেপির পার্টি অফিসে আগুন, হামলা নারায়ণগড়েও
পত্রিকা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে ভোট পক্রিয়া মিটতেই প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা বেড়েই চলেছে। বাংলায় নির্বাচনী ফলাফল পরবর্তী হিংসার জেরে বিজেপির নেতাকর্মীদের ওপর হামলা করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। তাই সেই হিংসার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে পশ্চিমবঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্য ভি মুরালিধরন। এছাড়াও এই প্রতিনিধি দলে রয়েছেন বি এল সন্তোষ এবং ভূপেন্দ্র যাদব। এই প্রতিনিধি দলটি হিংসায় নিহত ও আহত কর্মীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ করেছে।
আর সেই মতো বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের পাঁচকুড়িতে যান কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তবে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি প্রবেশ করলে তার গাড়ি লক্ষ্য করে ভাংচুর ও অবিরাম ইট বৃষ্টি চলতে থাকে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আর এই ঘটনার খবর গ্ৰহণ করতে গিয়ে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুর জেলার রিপাবলিক বাংলা টিভির জেলা প্রতিনিধি সুদীপ্ত দাস ও ক্যামেরাম্যান মৃন্ময় চক্রবর্তী এবং সিএন এর প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। ইতিমধ্যে তাদের আহত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে রাজ্যের শাসন ব্যবস্থায় ক্ষমতায় বসার পর থেকেই তৃনমূল যে বিতর্কের মুখে পড়তে শুরু করল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।তবে গোটা এলাকা এখনও উত্তপ্ত রয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Attack on media
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore