covid death
আরও পড়ুন ঃ–‘মাস্ক পরুন, করোনা দূর করুন’, প্রচারে জোর গোপীবল্লভপুর থানার পুলিশের
পত্রিকা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই দু’নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বলরামপুর এলাকায়। জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তির নাম চিন্ময় গুছাইত, তার বয়স আনুমানিক ৪৩ বছর। কলকাতার একটি কোম্পানিতে কাজ করতেন তিনি, ফলে কর্মসূত্রে তাকে প্রতিনিয়ত যাতায়াত করতে হতো। সপ্তাহ খানেক আগে তার জ্বর হয়।গত চার দিন আগে তার লালা রস পরীক্ষা করা হয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, এরপর তার করোনা পজিটিভ আশায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হোম আইসোলেশন থাকার বার্তা দেন চিকিৎসকরা, আজ সকালে অর্থাৎ রবিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তবে প্রাথমিক অনুমান মানসিক অবসাদের জেরেই এই আত্মহত্যা, ব্লক প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তির মৃতদেহ তমলুকে নিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
মৃতের ভাই মৃন্ময় গুছাইত বলেন-“দাদা মূলত করোণা পজিটিভ এর জন্য মারা যায়নি।কয়েকদিন থেকে খুব অস্থিরতা ছিল।জানিনা কালকে খাওয়া দাওয়া করার পর আমাকে বলল অক্সিমিটার টানতে হবে পরের দিনই দেখি দেহ ঝুলছে।তবে বাড়িতে কোনো অশান্তি ছিল না যদি অশান্তি থাকতো তাহলে কি আর বাড়িতে ট্রিটমেন্ট করতাম। বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে বলে আমরাও বাড়ির বাইরে বেরোই না যাতে পাড়ার লোক কিছু না বলে।আমারা এখনো বাড়ীর মধ্যেই আছি।” তবে এই বিষয়ে শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অজিত গায়েন বলেন-“একজন করোনা রুগী আত্মহত্যা করে মারা গেছেন শুনেছি।ওনার করোনা পজেটিভ ছিল ও উনি হোম আইসোলেশানে ছিলেন।আজ সকালে আত্মহত্যা করে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
covid death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore