Mystery death
আরও পড়ুন ঃ–পাঁশকুড়ায় অস্ত্র সহ গ্ৰেফতার ১ যুবক, তদন্তে পুলিশ
পত্রিকা প্রতিনিধিঃ রাজনৈতিক সংঘর্ষে ফের খুন হল বিজেপি কর্মী। শম্ভু বারুই (২৪) নামের এক বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার গড়বাড়ি ২ গ্ৰাম পঞ্চায়েতের বংশীধর এলাকায়। এই ঘটনায় বিজেপি পক্ষ থেকে দলীয় কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গড়বাড়ি ২ গ্ৰাম পঞ্চায়েতের বংশীধর এলাকার বাসিন্দা শম্ভু বারুই ও তার মা বিজেপির একনিষ্ঠ কর্মী বলে পরিচিত। পরিবারের লোকেরা জানান, স্থানীয় এক ক্লাবের উদ্যোগে গত কয়েকদিন ধরে ওই গ্ৰামে মনসা পূজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেই মতো গ্ৰামের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শম্ভু । এরপর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া শুরু করতেই হঠাৎই বন্ধুদের ফোন পেয়ে বেরিয়ে যায় শম্ভু । এরপর আজ সকালে গ্ৰামের জল সরবরাহ পাম্পের প্রচীরের পাশে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে পরিকল্পনা করে রাতের অন্ধকারে তাদের বাড়ির ছেলেকে খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে। তাই তাদের পরিবারের ছেলেকে যারা মেরেছে সেই দোষী ব্যক্তির শাস্তি ব্যবস্থা করা হোক বলে দাবি পরিবারের। তবে এই ঘটনার খবর পেয়ে ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও এখনও পর্যন্ত বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করতে পারেনি পুলিশ বলে জানা যাচ্ছে।
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ভূপতিনগরের গড়বাড়ি এলাকার বিজেপি সমর্থক শম্ভু বারুই’কে ফোন করে ঢেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা করে। সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের তাদের উপর নৃশংসভাবে অত্যাচার করছে। এই হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়ে আগামীদিনে ভারতীয় জনতা পার্টি সচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গে প্রশাসন চালাবে। তাই এই সমস্ত এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনের দ্বারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্ৰহণ করুক।
তবে বিজেপি কর্মী খুনের অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন, যে কোন মৃত্যুই দুঃখজনক। এটা সমাজবিরোধীদের কাজ , এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই যুক্ত নয়। এতে রাজনৈতিক রঙ লাগানোর উচিত নয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন দ্রুত তার শাস্তির ব্যবস্থা করুক। তাছাড়া খুনখুনির রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mystery death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore