BJP leader
আরও পড়ুন ঃ–খেজুরীতে তৃণমূল প্রার্থী’র গাড়িতে হামলা ,অভিযোগ বিজেপির বিরুদ্ধে
প্রত্রিকা প্রতিনিধিঃ পারমিশন ছাড়া বাইক মিছিল ও সভা করছে বিজেপি। কিন্তু নির্বাচন কমিশনের কোনো হেলদোল নেই। আর এরই প্রতিবাদে রামগড়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ঝাড়গ্রাম এর তৃণমূলের প্রার্থী বিরবাহা হাঁসদা।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস পারমিশন থাকা সত্বেও রামগড়ে তৃণমূল কংগ্রেস’কে মিছিল করতে দেয়নি প্রশাসন। অথচ বিনা পারমিশনে শুভেন্দু’কে নিয়ে বাইক র্যালি করে বিজেপি।
শুধু তাই নয়। রামগড়ে অনুমতি না থাকা সত্ত্বেও সেখানে সভা শুরু করলে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রামগড় মেন-রোডের উপর অবস্থান বিক্ষোভ শুরু করে। তবে এই ঘটনার পর লালগড়ে শুভেন্দু উপস্থিত হলে পুলিশ শুভেন্দুর পথ আটকে দেয়। ফলে দু-দলের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। তবে বিনা পারমিশনে শুভেন্দুকে যেতে মানা করা হলে কিছুক্ষণ পর তিনি এলাকা ছেড়ে চলে যান। শুভেন্দু না গেলেও বিনা অনুমতিতে সভা হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে প্রার্থী বিরবাহা হাঁসদা।
তবে তার অভিযোগ নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে আর সমস্ত সাহায্য করছে বিজেপি দলকে। যদিও বিজেপির বক্তব্য, তারা ১৯ তারিখ প্রশাসনের কাছে বাইক র্যালি করার আবেদন করে। কিন্তু লালগড় থানার আইসি নো অবজেকশন দেয়নি। তাছাড়া পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকা জরুরি তাই শুভেন্দু অধিকারী জননেতার দায়িত্ব পালন করছেন। উনি বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ফিরে চলে আসেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP leader
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore