Mamata
আরও পড়ুন ঃ–বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে খড়গপুরে বললেন মোদি
প্রত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে নরেন্দ্র মোদির সফরের দিনই শনিবার পূর্ব মেদিনীপুরে একাধিক জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন হলদিয়ার, সুতাহাটা, খেজুরির ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর জনসভা করবেন তিনি। তবে দীর্ঘদিন ধরে এই পূর্ব মেদিনীপুর অধিকারী গড় হিসেবে পরিচিত। আর জেলায় দলীয় সংগঠনের জমি তৈরি করতে একসময় অধিকারী পরিবারের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী। তবে সেই হিসেব উল্টে যায় শুভেন্দু অধিকারীর অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের পর। তবে এদিন জনসভা থেকে তৃণমূলনেত্রী মমতা বলেন, যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে। অনেক সহ্য করেছি। অনেক অন্ধ ভালবাসা দিয়েছি। তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে, জেনে রাখুন আমি এক ইঞ্চি জমি ছাড়ব না। তাছাড়া যাঁরা গদ্দার, মিরজাফর তাঁরা আজকে বিজেপি-র প্রার্থী। আমি ভালো থাকলে আরো মিটিং করতে পারতাম। কিন্তু আমার একটা পায়ে সম্পূর্ণ চোট থাকার পরেও আমি মিটিং মিছিলে আসছি, কারণ সব ব্যথা আমি সহ্য করতে পারবো কিন্তু আমার মা বোনেদের ব্যাথা সহ্য করতে পারবো না। কিন্তু যখন আমি দেখি এই বিজেপি নামক জঘন্য পার্টি’টা বাংলা দখল করার চেষ্টা করছে তখন আমি মনে করি আমার কষ্টের থেকে মানুষের কষ্টটা অনেক বেশি। বিজেপি নামক পার্টি টা জঘন্য পার্টি গোটা দেশকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, বিজেপি পার্টির অনেক পরিষ্কার হয়েছে ইভিএম কারচুপি করতে পারে হয়তো খাবারের সঙ্গে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে চুরি করে নিতে পারে ইভিএম সব সময় সতর্ক থাকবেন, কারো কাছে কিছু খাবার খাবেন না এই দুমাস, পাশাপাশি একাধিক প্রসঙ্গে প্রধান মন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো, পাশাপাশি বিজেপি নেতাদের ডাকাত বলে কটাক্ষ করলেন তিনি তিনি বলেন কবিরের ইনজেকশন নিয়োগ বাংলার সঙ্গে প্রতারণা করেছে বিজেপি সরকার। তবে আবার যদি পুনরায় তৃণমূল সরকারে আসেন তাহলে মানুষের বাড়িতে রেশন পরিসেবা পৌঁছে দেবো। আমি আঘাত খেতে খেতে উঠে এসেছি আপনাদের আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না।আমাদের সরকার ক্ষমতায় এলে প্রতিটি মায়ের একাউন্টে ৫০০ টাকা করে দেবো।কৃষক বন্ধুরা যাদের ৬০০০ টাকা করে দিই সেটা ১০হাজার টাকা হবে।দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে দশ হাজার টাকা দিচ্ছি আমরা সরকারে এলে সেই দশ হাজার টাকা পূনরায় চলতে থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য ১০ লাখ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া হবে। আপনারা জানেন হলদিয়া বন্দরের উন্নয়ন করছি। কারণ এখানে গভীর সমুদ্রবন্দর দিঘার পাশেই তাজপুর বন্দর তৈরি হবে। আরও ২৫ হাজার ছেলেমেয়ের চাকরি হবে।”
অপরদিকে, হলদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ারমত। এইদিন হুইলচেয়ার বসে বক্তব্য রাখার সময় যন্ত্রনা অনুভব করেন।কিন্তু সেই যন্ত্রণা কি উপেক্ষা করেই বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়া থেকে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানালেন । বিজেপি-কে দেশের সবচেয়ে বড় তোলাবাজ বলেও আক্রমণ করলেন তিনি। এরাজ্যের দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিলে আপনারা প্রথম গোলটা মারবেন। এমন করে গোল মারবেন যে বিজেপি যেন একেবারে বোল্ড আউট হয়ে মাঠের বাইরে চলে যায়।” অর্থাৎ ফুটবল কিংবা ক্রিকেট কোন খেলাই বিজেপি খেলতে না পারে ! মমতা বলেন, “আমি যদি চুপ করে বসে থাকি বিজেপি এসে ঘরবাড়ি সব লুঠ করে নেবে। দখল করে নেবে। আপনাদের তাড়িয়ে দেবে।” সেটা আমি কখনোই করতে দেব না। অন্য জায়গায় এনআরসি হয়েছে আমাদের এখানে এনআরসি হয়নি। আগামী দিনেও হবে না।
পাশাপশি এদিন নন্দীগ্রামের ভূমি আন্দোলনে খেজুরীর আপমর জনগণের সমর্থন কে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন। অবিভক্ত মেদিনীপুর জেলা কে যাদের চোখে দেখেছিলেন তাদের বিশ্বাসঘাতকতায় ক্ষোভ ঝরে পড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ছত্রে ছত্রে। পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে বিজেপির বিভেদ, বিদ্বেষ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান। তবে মানুষ কে পাশে নিয়ে মানুষের স্বার্থ রক্ষায় শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে গরমিল ঠেকাতে সবাইকে সজাগ সতর্ক থাকার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে একুশের নির্বাচনে অধিকারী পরিবারই এখন তৃণমূলনেত্রীর প্রধান প্রতিপক্ষ। আজ নির্বাচনী সভা থেকে মোদির আক্রমণের জবাব দেওয়ার পাশাপাশি, ফের অধিকারী পরিবারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে শুভেন্দু এবং শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীও দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। খাতায় কলমে এখনও তৃণমূলে আছেন শুভেন্দুর সেজ ভাই দিব্যেন্দু অধিকারী। তবে তিনি কবে পদ্ম শিবিরে যোগ দেবেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore