পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের মুখে আবারও রাতের অন্ধকারে সন্ত্রাস ও বোমাবাজির ঘটনায় গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতী দুই যুবক। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকায় ৷ জানা গিয়েছে, গত দুইমাস ধরে খেজুরি বিধানসভা এলাকায় সন্ধ্যায় হলেও বোমাবাজি শব্দ কেঁপে উঠত। এই নিয়ে পুলিশ টহল চলছে খেজুরি এলাকায়। বোমাবাজি ঘটনায় তৃণমূল ও বিজেপি বেশ কয়েকজন কর্মী সর্মথককে গ্রেফতার করেছে। রাস্তার চলছে নাকা চেকিং। বোমাবাজি ঘটনার আতঙ্কিত খেজুরির বাসিন্দারা।এরপর শুক্রবার রাতে খেজুরি বিধানসভা এলাকায় বারাতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজি করতে গিয়ে গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। দুইজনের ব্যাগে ছিল বেশ কয়েকটি তাজাবোমা। খবর দেওয়া হয় তালাপাটি উপকুল থানার পুলিশকে। বোমা সহ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং গ্রেফতার করে। তবে পুলিশের জিজ্ঞসাবাদে জানা যায়, ধৃতরা হল সুব্রত মণ্ডল ও পবিএ মণ্ডল। তাদের বাড়ি তালপাটি উপকুল থানার সাতশিমুলি গ্রামে। এই দুজনের কাছ থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুযুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার দুই যুবক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগ পুরেপুরি উড়িয়ে দিয়েছেন তৃণমূল৷ শনিবার দুইজনকে কাঁথি আদালতে তোলা হয়। বিচারক সুব্রত জামিন নাকচ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি এক অভিযুক্তকে জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এবিষয়ে কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন, “গত কয়েক ধরে সন্ধ্যা হলেই খেজুরির একাধিক জায়গায় তৃণমূলের হার্মাদ বাহিনীরা বোমাবাজি করেছে। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে। ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করেছে।’’ তাছারড়া এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে পড়ে দুই তৃণমূল কর্মী। পরিবারের সদস্যদের মারধর করে ও মহিলাদের হেনস্থা করে। স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে বোমাবাজি করে। পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের কাছ থেকে বেশ কয়েকটি তাজাবোমা উদ্ধার হয়েছে। সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷”
বিজেপির অভিযোগ অশ্বীকার করে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস কো-অডিনেটর মামুদ হোসেনের বলেন , “রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দুই কর্মীকে ফাঁসানো হয়েছে। আমাদের কর্মী এইসব ঘৃণ কাজে যুক্ত নয়। দুইজন কর্মী কাজ শেষ করে বাড়ি ফিরছিল। কিছু বিজেপি কর্মীরা বোমা জোর করে রেখে দিয়ে পুলিশ ডেকে তুলে দিয়েছে। বিজেপি এখন দখলদারি রাজনীতি শুরু করেছে৷”
অপরদিকে তালপাটি উপকুল থানার পুলিশ জানান, এই ঘটনায় যুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।