পত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষার অবসান। কু–ঝিক–ঝিক করে শুক্রবার সকালে চালু হতে চলেছে জলেশ্বর – হাওড়া লোকাল ট্রেন। আর তাতে পাড়ি দিয়ে এখন এক হয়ে যেতে বসেছে গ্রামবাংলা থেকে শহর। করোনার জেরে মানুষকে অপেক্ষা করতে হল দীর্ঘ ১১ মাস। অবশেষে আগামীকাল থেকে ট্রেনের চাকা গড়বে লাইনে। এই ট্রেনটি জলেশ্বর থেকে সকাল ৬:১০ মিনিটে ছাড়বে। বেলদা স্টেশনে পৌঁছবে ৬:৪০ মিনিটে ,হাওড়া স্টেশনে পৌঁছবে ৯:৪৮ মিনিটে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।
উল্লেখ্য , আগামীকাল থেকে পুরনো নির্ধারিত সময়ে চলবে জলেশ্বর -হাওড়া লোকাল ট্রেন , আর তারই বিজ্ঞপ্তি দিল দক্ষিণ পূর্ব- রেলওয়ে। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এক্সপ্রেস চালানো হলেও দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় চালানো হচ্ছিল না লোকাল ট্রেন। ফলে অসুবিধায় পড়ছিলেন নিত্যযাত্রীরা।
তবে বেশ কয়েকমাস আগে বেলদার দুটি সংগঠন লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়ে রেলের বিভিন্ন দফতরে স্মারকলিপি দেয়। এরপর দক্ষিণ পূর্ব- রেলওয়ের তরফে জলেশ্বর -হাওড়া লোকাল ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করায় বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি ও ব্যবসায়ী সংগঠন তাদের আন্দোলনের জয় বলে মনে করছেন। তাদের বক্তব্য, মানুষের দাবি মেনে আমরা আন্দোলনে নেমেছিলাম। তারই জয় বলে মনে করছেন সংগঠনের সদস্যরা। তবে দীর্ঘদিন পর লোকাল ট্রেন চালু হওয়ার খবরে খুশী বেলদা, দাঁতন, নারায়ণগড়বাসী।