Rescued bombs and knives
আরও পড়ুন ঃ-বিজেপি-তৃণমূল রাজনৈতিক হিংসায় তপ্ত কেশপুর ও চন্দ্রকোণা, পুড়ল পার্টি অফিস, বসল পুলিশ পিকেট, জখম ৫
পত্রিকা প্রতিনিধি: রাজ্য রাজনীতি নজর এখন নন্দীগ্রামে। যেই নন্দীগ্রাম বিগত বাম সরকারের রাজ্যে পরিবর্তন এনে দিয়েছিল। সেই নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পর থেকেই সারা জেলাজুড়ে এখন রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে ।গত কয়েকদিন আগেই বিজেপির জনসভা আগে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটুন এবং ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছিল।
আবার শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র ভাঙচুর গতকাল রাত্রে হয়েছিল বলে অভিযোগ উঠে ছিল। আর সকাল হতেই সেই নন্দীগ্রামে এক যুবকের কাছ থেকে বোমা উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের হোসেনপুরে এক যুবকের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় বোমা, এবং উদ্ধার হয় ছুরি।ওই যুবকের জামার পকেটে বিজেপির ব্যাচ লাগানো রয়েছে। ওই যুবক কে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষজন ও তৃণমূল কর্মীদের। তার কাছ থেকে উদ্ধার হয় ছুরি ও 2 টি তাজা বোমা। সদুত্তর না পেয়ে ওই যুবককে আটক করে গ্রামবাসী। তার কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় বোমা। তৎক্ষণাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের হোসেনপুর। ওই যুবককে আটক করে রেখে নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হয়। নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোমা দুটি নিষ্ক্রিয় করে এবং ওই যুবককে আটক করে। কি কারনে ওই যুবক ঘোরাঘুরি করছিল জানা যায়নি। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে।তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন তৃণমূল কংগ্রেস একটি সম্প্রদায় কে এমনই উস্কে দিচ্ছে যে কোন মুহূর্তে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে ।বিজেপি কর্মী ব্যাচ নিয়ে ঘুরবে পাগলের প্রয়াস। তৃণমূল কংগ্রেস কর্মীদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে কাজ করছে। আর নাম যাচ্ছে বিজেপির উপর। ভারতীয় জনতা পার্টি এই ঘৃণ্য কাজ কখনো করে না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Rescued bombs and knives
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore