Died an elephant in Nischintapur forest
আরও পড়ুন ঃ-ভরদুপুরে বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষিকার গলা কেটে খুন! সুতাহাটায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে,ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে লেপসি বাঁধের পাশেই হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির।স্থানীয় মানুষজনের আরও বক্তব্য বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা গেছে এই হাতিটি। প্রশাসনিক সূত্রে এখনো কোনো কারন নিশ্চিত করা নাহলেও সন্দেহ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার নিশ্চিন্তা জঙ্গলে সোমবার ভোরবেলায় চারটে হাতি ঢোকে।এই চত্বরে রয়েছে লেপসি বাঁধ। আর পাশ দিয়েই চলে গেছে হাই টেনশন এর তার। স্থানীয় মানুষের বক্তব্য একটি গাছ সেই হাই টেনশনের তারে লেগেছিল। সেই গাছটির সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হাতিটির। হাতি নিয়ে একাধিক অভিযোগ আছে স্থানীয় মানুষের আর আজ হাতির মৃত্যুকে ঘিরে বনকর্মীদের দিকে আঙুল তুলছেন এলাকার বাসিন্দারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Died an elephant in Nischintapur forest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore