পত্রিকা প্রতিনিধি: কৃষক বিলও শ্রমিক বিরোধী আইনের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের অবস্থান সত্যাগ্রহ হয় তমলুক শহরে শনিবার।সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস ও শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের হাসপাতাল মোড়ে অবস্থান সত্যাগ্রহ পালন করলো পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। Purba Medinipur Congress, Purba Medinipur Congress, purba medinipur news, Zilla Congress, tamluk
প্যারাসুটে নামিনি, লিফটে উঠিনি! ‘ছোটলোকদের দিয়ে বাজে কথা বলিয়ে লাভ নেই’, বিস্ফোরক শুভেন্দু
কালীপুজোর আগে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করল বেলদা থানার পুলিশ
অবস্থান সত্যাগ্রহী উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানষ কর মহাপাত্র, কংগ্রেস নেতা মহাদেব সেনগুপ্ত,জেলা কংগ্রেস নেতা সনৎ বটব্যাল সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেসের সভাপতি মানষ কর বলেন-“আজকের অবস্থান সত্যাগ্রহ মূলত কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের বিরুদ্ধে।
বেলদায় পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী
কৃষি আইন একটি কালাইন এটি শ্রমিক মারার আইন কৃষক মারার আইন এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই আইনে কৃষকের শ্রমিকের অধিকার কেড়ে নেয়া হচ্ছে দীর্ঘদিনের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে এই আইন বড় বড় শিল্পপতিদের জন্যই ঠিক আছে কিন্তু সমাজের দরিদ্র কৃষক তাদের পেটে ভাত কেড়ে নেয়া হচ্ছে এই আইনের মধ্যে দিয়ে”।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi