পত্রিকা প্রতিনিধি: জঙ্গলমহল জুড়ে হাতির তান্ডব অব্যাহত। মেদিনীপুর বনবিভাগের বিভিন্ন এলাকার কোথাও পাল হাতি, আবার কোথাও রেসিডেন্সিয়াল হাতির তান্ডব চলছে। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। সোমবার ঝাড়গ্রাম জেলার লালগড়ের ভাউদি ফরেস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। তাদের বক্তব্য, এলাকায় হাতি থাকলেও হাতি তাড়ানো হচ্ছে না। এমনকি হাতি তাড়ানোর জন্য তেল হুলা কিছু দেওয়া হচ্ছে না। Lalgarh, Lalgarh,
আরও পড়ুন- আজকের পত্রিকা- ৭ সেপ্টেম্বর, বাং- ২১ ভাদ্র ১৪২৭
ব্যাপক ক্ষতি করেছে ধান জমির। ক্ষতিপূরণও না পাওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের। এলাকায় তিরিশটির একটি হাতির পাল রয়েছে বলে জানা যায়। ঐ পাল হাতি ধান জমির ব্যাপক ক্ষতি করে। গ্রামবাসীদেরকে হুলার তেল, পটকা কিছু দেওয়া হচ্ছে না বলেই এদিন সকালে গ্রামবাসীরা ফরেস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় লালগড় থানার পুলিশ। গ্রামবাসীরা জানান, পুলিশ জানিয়েছে আজ লকডাউন, আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে। তবে সমাধান না হলে আগামীকাল আবারও ঘেরাও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন- চন্দ্রকোনায় আকাশ থেকে খসে পড়ল রহস্যজনক সাদা বাক্স, চাঞ্চল্য এলাকায়
আরও পড়ুন- পশ্চিম মেদিনীপুরে করোনা বিস্ফোরণ! শহরে ২৬ জন পজিটিভ
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে হাতির হানায় ভাঙল বাড়ি। সোমবার রাতে একটি রেসিডেন্সিয়াল হাতি তান্ডব চালায় গোয়ালতোড় থানার অন্তর্গত ধরমপুর গ্ৰামে। হাতিটা ভোর ৩টা নাগাদ ঐ গ্ৰামে ঢুকে আদিত্য মাহাতর মুরগী ফ্রাম এবং ইন্দ্রজিৎ মাহাতর বাড়ি ভেঙে ফেলে। ফ্রামের ভেতরে থাকা মুরগীর খাবার চারদিকে ছড়িয়ে দেয়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে হাতিটি জঙ্গলে প্রবেশ করে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi