পত্রিকা প্রতিনিধি: মহামারি ভাইরাসের মোকাবিলায় মার্চ মাস থেকে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে বহু মানুষ কাজ হারা। ফলে আর্থিক সঙ্কটে ভুগছে সাধারণ মানুষ, তারি মাঝে খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সবজি হিসাবে আলুর ব্যবহার অপরিসীম। tamluk news, tamluk news
আরও পড়ুন- মেদিনীপুরে ফের করোনায় আক্রান্ত ৩৩, জেলায় ১১৩ জন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi |
এই পরিস্থিতিতে আলুর দাম বেড়ে যাওয়ায় কার্যত সমস্যার মধ্যে পড়েছে দুঃস্থ পরিবার গুলি থেকে শুরু করে সাধারণ মানুষ, এবার আলুর দামে লাগাম টানতে পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের বড় বাজারে অভিযান চালালো তমলুকের মহকুমা শাসক কৌশিকব্রত দে। শনিবার কৃষি বিপনন দপ্তর, তমলুক থানার পুলিশ তমলুক মহাকুমার শাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেন।
আরও পড়ুন- খড়গপুরের ধোবিঘাটে গোষ্ঠী সংক্রমণ, একসঙ্গে করোনায় আক্রান্ত ২৫, মোট পজিটিভ কেস ৪০ টি
অন্যান্য জেলার তুলনায় পূর্ব মেদিনীপুর জেলা আলুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খোলা বাজারে জ্যোতি আলুর দাম কোথাও ৩২ কোথাও ৩৩ টাকা, প্রশাসনের নির্দেশ ৩০ টাকার বেশি আলু বিক্রি করা যাবে না। তমলুক শহরের বাজার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন আলুর গোডাউনে প্রশাসন অভিযান চালিয়ে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বিভিন্ন ব্যবসার সঙ্গে এদিন কথোপকথন করেন মহকুমা শাসক, এমনকি বাজারে সবজি কিনতে আসা বিভিন্ন মানুষ জনের সঙ্গেও কথা বলেন তিনি, তবে প্রশাসনের এই নজর দারিতে আগামী দিনে কি আলুর দাম কমবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন- করোনা সংক্রমণের জের, বন্ধ হয়ে গেল IIT খড়গপুর
আরও পড়ুন- পর্যটকদের মোবাইল কেড়ে নিয়েছে মাওবাদীরা,গুজবে উত্তাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর