পত্রিকা প্রতিনিধি: খালের পাড়ে বসতে গিয়ে অসাবধানতাবশত খালে পড়ে মৃত্যু এক প্রতিবন্ধী যুবকের।যুবকের মৃত্যু ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রবিবার সকাল ১১ টা নাগাদ বাড়ির কাছে বাগুই খালের পাড়ে বসছিল ছেলেটি।বেশ কিছুক্ষন দেখতে পাওয়া গেলেও খুঁজে পাওয়া যায়নি ছেলেটিকে। belda bengaLI NEWS, belda bengali news, latest bengali news, medinipur news,
আরো পড়ূণ- ফের রেকর্ড সংক্রমণ খড়্গপুরে ,IIT ক্যাম্পাসের ৩ জন সহ শহরে মোট আক্রান্ত ৪৭
আরও পড়ুন- বৃহস্পতিবারের অ্যন্টিজেন পরীক্ষায় মেদিনীপুর শহরে করোনায় আক্রান্ত ৮ , রেলশহরের ৮ জন সহ জেলায়
অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পাওয়ায় খবর যায় পুলিশে।পুলিশ,সিভিক এবং গ্রামবাসীরা মিলে বেশ কয়েকঘন্টার চেষ্টায় যুবকের অচৈতন্য দেহ উদ্ধার করে।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।মৃতের নাম টোটন পিতর্দি(১৮)।
আরো পড়ূণ- –বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভগবানপুর, আহত একাধিক বিজেপি কর্মী
আরও পড়ুন- করোনা হামলায় ছারখার মেদিনীপুর শহর, একদিনেই আক্রান্ত ৬১ জন
আরো পড়ূণ- এগরায় চলন্ত মারুতি গাড়িতে আগুন, প্রানে বাঁচল গাড়ির চালক
বাড়ি বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত কেদার গ্রামে। পরিবারের দাবি,বাঘুই খালের পাড়েই তাদের বাড়ি। সকাল থেকে বেশ কিছুক্ষন বসেছিল ছেলেটি।হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কোনও ভাবে সে পড়ে যায়। প্রসঙ্গত বর্ষার বৃষ্টি এবং জলস্তর বাড়ায় খালও টইটুম্বুর।আর অসাবধানতাবশত খালের জলে পড়ে মৃত্যু হয় তার। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।বেলদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।আঠারো বছর বয়সী ওই যুবকের মৃত্যু ঘিরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi