পত্রিকা প্রতিনিধি : করোনা পজিটিভ মৃতদেহ হাসপাতালের সম্মুখে রাখায় আতংক ছড়িয়েছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্তরে। মঙ্গলবার সকালে গুজরাত থেকে অ্যাম্বুলেন্স এ করে বাড়ী ফেরার পথে শ্বাসকস্টে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধাকান্তপুর এলাকার বাসিন্দা। নাম সুমন মল্লিক।একটি বেসরকারি কোম্পানীতে কাজ কোরতো। প্রায় ৮০ হাজার টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে ছেলেকে নিয়ে আসতে গুজরাত গিয়েছিল বাবা। ডেবরা হাসপাতালে নিয়ে আসার পর মৃতদেহের নমুনাতে করোনা পজিটিভ ধরা পড়ে।তারপরেই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্তরে।সকালের পর থেকে অ্যাম্বুলেন্স এর পাশেই থেকে বাবা। রাতও কাটিয়েছে। বুধবার দুপুর পেরিয়ে যাওয়ার পরেও সেই অ্যাম্বুলেন্স এর পাশে জেগে রয়েছে মৃতের বাবা। করোনা পজিটিভ আসার পরেও গাড়ীর ড্রাইভার বা গাড়ীতে থাকা কাউকেই কোয়ারেন্টটাইন করা বা তাদের লালা রস পরীক্ষা কিছুই করেনি হাসপাতাল। আর এই ঘটনাতেই আংতক ছড়িয়েছে হাসপাতাল চত্তরে। হাসপাতালে চিকিৎসার জন্য আসা মানুষজন জানান করোনা আক্রান্তয় মারা যাওয়া মৃত দেহ এই ভাবে হাসপাতালের সামনে না রাখা উচিত। এই নিয়ে আমরা আতংকিত আছি।